রাঙাবিতানের এই চত্বরেই থাকার কথা মুখ্যমন্ত্রীর। চলছে প্রস্তুতি। —নিজস্ব চিত্র
দ্বিতীয় দফায় ক্ষমতায় আসার পরে বীরভূমের প্রথম প্রশাসনিক সফরে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
পুলিশ সূত্রের খবর, পুরুলিয়া থেকে প্রশাসনিক বৈঠক সেরে বুধবার রাতে তাঁর জেলায় ঢোকার কথা। এই জেলার সার্বিক উন্নয়ন নিয়ে পরের দিন বৃহস্পতিবার জেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে বোলপুরে প্রশাসনিক বৈঠক করবেন তিনি। সেখানে কোন প্রকল্পে কাজের কী হাল, খোঁজ নেবেন তিনি। এ বারের সফর চলাকালীন বোলপুরের আমার কুটিরে মুখ্যমন্ত্রীর থাকার কথা। সেই মতো বোলপুরের আমার কুটিরের নতুন ‘রাঙাবিতানে’ যাবতীয় ব্যবস্থা সেরে ফেলেছে জেলা প্রশাসন। সেখান থেকে শুক্রবার মুখ্যমন্ত্রী বর্ধমানে যাবেন বলে জানিয়েছেন সভাধিপতি বিকাশ রায়চৌধুরী।
প্রশাসন সূত্রের খবর, আমার কুটিরে বেশ কিছু কটেজ তৈরি করেছে জেলা পরিষদ। বছরখানেক আগে ঘণ্টাখানেকের ঝটিকা সফরে এসে ‘রাঙাবিতান’ নামে ওই প্রকল্পের উদ্বোধন করেছিলেন মুখ্যমন্ত্রীই। প্রায় কুড়িটি কটেজ রয়েছে সেখানে। আধুনিক পরিকাঠামো ছাড়াও রয়েছে সৌন্দর্যায়নের নানা ব্যবস্থা। অসমাপ্ত কিছু কটেজের কাজও সম্প্রতি সম্পূর্ণ হয়েছে। জেলা প্রশাসনের এক কর্তা বলেন, ‘‘এ বার বোলপুর এলাকায় বিড়লা তারামণ্ডলের মতো একটি প্রকল্প গড়ে তুলতে মুখমন্ত্রীর কাছে আর্জি জানানো হবে।’’শুধু তাই নয়, জেলার বেশ কিছু জীর্ণ সেতু সংস্কারের জন্য আর্থিক বরাদ্দ চাওয়ার পাশাপাশি রাজ্য সরকার ঘোষিত নানা উন্নয়নমূলক প্রকল্পগুলির কাজকর্মের অগ্রগতি-সহ একাধিক বিষয় নিয়ে আলোচনা হবে ওই বৈঠকে।