কলেজ শিক্ষকের বাড়িতে ঢুকে চুরি

দিনে দুপুরে গ্রিল বাঁকিয়ে ভিতরে ঢুকে বেশ কয়েকটি দরজা ভেঙে গোটা বাড়ি লন্ডভন্ড করে এক কলেজ শিক্ষিকার বাড়িতে চুরি করল দুষ্কৃতীরা। মঙ্গলবার সিউড়ির নিউ ডাঙালপাড়ার ঘটনা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

সিউড়ি শেষ আপডেট: ০৫ অক্টোবর ২০১৬ ০১:২৬
Share:

তছনছ ঘর। নিজস্ব চিত্র।

দিনে দুপুরে গ্রিল বাঁকিয়ে ভিতরে ঢুকে বেশ কয়েকটি দরজা ভেঙে গোটা বাড়ি লন্ডভন্ড করে এক কলেজ শিক্ষিকার বাড়িতে চুরি করল দুষ্কৃতীরা। মঙ্গলবার সিউড়ির নিউ ডাঙালপাড়ার ঘটনা। তবে ওই চুরির পরে ফের জেলা সদরে নাগরিকদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠল। তফাত একটাই, অভিজ্ঞ চোরের দল নয়, এ দিনের চুরির ঘটনায় যুক্তেরা সকলেই নাবালক বলে অভিযোগ। শিক্ষিকা বাড়িতে এসে পড়ায় দ্রুত পালিয়ে যায় খুদে চোরেরা। কতটা কী নিয়েছে, তা এখনও স্পষ্ট নয়। পুলিশ এসে ঘটনাস্থলে ঘুরে গিয়েছে।

Advertisement

পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, সিউড়ি বিদ্যাসাগর কলেজের মর্নিং বিভাগের ইন-চার্জ, ইতিহাসের শিক্ষিকা নিবেদিতা মুখোপাধ্যায় সিউড়ির ওই বাড়িতে বর্তমানে একাই বাস করেন। তাঁর ছেলে বিদেশে এবং মেয়ে পড়াশোনোর জন্য কলকাতায় থাকেন। স্বামী বিচারক পদ থেকে সদ্য অবসর নিলেও বর্তমানে কলকাতায়। নিবেদিতাদেবী বলেন, ‘‘বাড়ির দরজা বন্ধ করেই কলেজে গিয়েছিলাম। দুপুর দেড়টা নাগাদ বাড়ি ফিরে দেখি দরজা ভেতর থেকে বন্ধ। কিছু একটা ঘটেছে বুঝে চিৎকার করতেই বাড়ির পিছন দিয়ে তিনটে রোগা ১৩-১৪ বছরের ছেলে ছুটে পালিয়ে যায়।’’ বাড়িতে ঢুকেই তিনি দেখেন সব লন্ডভন্ড। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, শহরে যুব সমাজের মধ্যে নেশার প্রকোপ বেড়েছে। সেই চক্করে পড়েই কিছু কিশোরের এই কাজ।

ক্ষুব্ধ নিবেদিতাদেবীর প্রশ্ন, ‘‘এ ভাবে জনবহুল এলাকায় দিনের বেলায় যদি বাড়ির ভিতরে তালা ভেঙে চুরির ঘটনা ঘটে, তা হলে নাগরিকদের নিরাপত্তা কোথায়?’’ বুধবার স্বামী বাড়ি ফিরলে তাঁরা পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করবেন।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন