Swab Test

দ্রুত রোগী চিহ্নিত করতে কমিউনিটি সোয়াব টেস্ট শুরু

স্বাস্থ্য দফতরের কর্তাদের থেকে জানা গিয়েছে, অনেক সময় দেখা যাচ্ছে আক্রান্তদের সরকারি নিভৃতবাস থেকে বাড়ি পাঠানোর পরে তাঁদের রিপোর্ট পজেটিভ আসছে। 

Advertisement

নিজস্ব সংবাদদাতা

সিউড়ি শেষ আপডেট: ০৯ জুন ২০২০ ০৪:৫২
Share:

সংগ্রহ: লালারসের নমুনা নেওয়া হচ্ছে বাঁশজোড় গ্রামে। নিজস্ব চিত্র

জেলায় বেড়েই চলেছে করোনা আক্রান্তের সংখ্যা। সেই তালিকায় পরিযায়ী শ্রমিকই বেশি। তাই করোনা আক্রান্তদের দ্রুত চিহ্নিত করতে কমিউনিটি সোয়াব টেস্ট শুরু করল জেলা স্বাস্থ্য দফতর। সোমবার সিউড়ি ১ ব্লকের বাঁশজোড় এলাকায় শতাধিক জনের কমিউনিটি সোয়াব টেস্ট হয়।

Advertisement

স্বাস্থ্য দফতরের কর্তাদের থেকে জানা গিয়েছে, অনেক সময় দেখা যাচ্ছে আক্রান্তদের সরকারি নিভৃতবাস থেকে বাড়ি পাঠানোর পরে তাঁদের রিপোর্ট পজেটিভ আসছে। ফলে ওই ব্যক্তি বাড়িতে থাকাকালীন কোয়রান্টিন কতটা মেনে চলছেন, সেই নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে। তাই জেলার যে সমস্ত এলাকায় এই ধরনের ঘটনা ঘটেছে সেখানে কমিউনিটি সোয়াব টেস্ট করা হবে। স্বাস্থ্য দফতরের কর্তাদের দাবি, প্রথমে আক্রান্ত ব্যক্তি কার কার কাছাকাছি এসেছিলেন পুলিশ এবং স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে একটি তালিকা তৈরি করা হচ্ছে। তার পরে সেই এলাকায় গিয়ে তালিকাভুক্ত ব্যক্তিদের লালারসের নমুনা সংগ্রহ করা হবে।

বাঁশজোড় এলাকার বাসিন্দাদের থেকে জানা গিয়েছে, কিছু দিন আগে ওই এলাকার এক ব্যক্তির কোভিড পজেটিভ হয়। অভিযোগ, তিনি বাড়িতে থাকাকালীন কোয়রান্টিন ভেঙে এলাকায় ঘুরেছেন, এবং অনেক লোকের সংস্পর্শে এসেছেন। তাই ওই এলাকায় কমিউনিটি সোয়াব টেস্ট করা হয়েছে। স্থানীয় ব্লক প্রশাসন সূত্রে খবর, বাঁশজোড় এলাকার প্রায় ২১০ জনের নামের তালিকা করা হয়েছিল। সোমবার বিকেলে ওই এলাকায় স্বাস্থ্য দফতরের কর্মীরা যান এবং প্রায় ১০০ জনের লালারসের নমুনা সংগ্রহ করেন। আগামী দিনে বাকিদেরও লালারসের নমুনা সংগ্রহ করা হবে।

Advertisement

বিডিও (সিউড়ি ১) শিবাশিস সরকার বলেন, ‘‘যাতে সংক্রমণ না ছড়িয়ে পড়ে তাই প্রশাসনের এই পদক্ষেপ।’’ অন্য দিকে, জেলার এক স্বাস্থ্যকর্তা বলেন, ‘‘সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে টেস্ট হবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন