বহিরাগতদের বিরুদ্ধে বড়জোড়ার কলেজের ছাত্রীরা ইভটিজিংয়ের অভিযোগ তুলে অধ্যক্ষের কাছে ধর্না দিলেন। সোমবার এখানেই বহিরাগত টিএমসিপি-র ছেলেদের বিরুদ্ধে কলেজে ঢুকে পড়ুয়াদের মারধর ও ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায়। ওই ঘটনার পরে কলেজ কর্তৃপক্ষ থানায় অভিযোগ জানালেও এখনও পর্যন্ত পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি। তবে ওই ঝামেলার পরে কলেজে বহিরাগত ঢোকা বন্ধ করার জোরালো দাবি তুলেছিলেন টিএমসিপি-র বড়জোড়া ব্লক সভাপতি স্নেহা মুখোপাধ্যায়। এই ঘটনার পর থেকে কলেজে বহিরাগতেরা না ঢুকলেও বুধবার কলেজের বাইরে কিছু ছাত্রীকে বহিরাগতেরাই উত্ত্যক্ত করে বলে অভিযোগ। ওই ঘটনার পরেই এ দিন কলেজ অধ্যক্ষ অরুণকুমার রায়ের অফিসের বাইরে ধর্নায় বসেন ছাত্রীরা। স্নেহা বলেন, “কলেজের বাইরে বহিরাগতেরা ছাত্রীদের ইভটিজিং করছে। আমরা চাই এ বার কড়া ব্যবস্থা নিক কলেজ কর্তৃপক্ষ।” এ দিন অধ্যক্ষকে বারবার ফোন করা হলেও তিনি ফোন ধরেননি। মহকুমা শাসক (বাঁকুড়া সদর) তথা বড়জোড়া কলেজ পরিচালন কমিটির সভাপতি অসীমকুমার বালা বলেন, “ছাত্রীরা ধর্নায় বসেছিলেন শুনেছি। অধ্যক্ষের সঙ্গে কথা বলব।”