Congress

‘বিজেপি পাঁচটা আসন পাবে’, বীরভূম জেলা কংগ্রেস সভাপতির মন্তব্যে ক্ষোভ দলে

কংগ্রেসের অসংগঠিত শ্রমিক সংগঠনের অভিযোগ, রশিদের সঙ্গে বিজেপির যোগ রয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১১ ডিসেম্বর ২০২০ ২০:২৮
Share:

মিল্টন রশিদ। নিজস্ব চিত্র।

বীরভূম জেলা কংগ্রেস সভাপতি মিল্টন রশিদের বিরুদ্ধে সরব হলেন দলেরই কর্মী-সমর্থকরা। শুক্রবার সিউড়ি বাসস্ট্যান্ডে কংগ্রেসের অসংগঠিত কর্মী সংগঠনের তরফ থেকে প্রয়াত রাষ্ট্রপতি প্রণব মুখার্জির জন্মদিন পালন কর্মসূচি ছিল। ওই সভাতেই রশিদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন দলের একাংশ।

Advertisement

দলীয় সূত্রে খবর, গত ৮ নভেম্বর চিনপাইয়ে দলীয় একটি কর্মী সভায় রশিদ বলেছিলেন, বীরভূমে ১১ খানা আসনের মধ্যে পাঁচটা পাবে বিজেপি। আর তৃণমূল পাবে তিনটে। এই মন্তব্যের পরই কংগ্রেস কর্মীদের একাংশ রশিদের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন।

কংগ্রেসের অসংগঠিত শ্রমিক সংগঠনের অভিযোগ, রশিদের সঙ্গে বিজেপির যোগ রয়েছে। সংগঠন সরাসরি জানিয়ে দিয়েছে, রশিদ যে সব জায়গায় কর্মসূচিতে অংশগ্রহণ করবেন সেখানে তাদের কর্মীরা অংশ নেবে না।

Advertisement

ওই শ্রমিক সংগঠনের জেলা সভাপতি বিবেকানন্দ সাউ বলেন, “ পাঁচটা আসন পাবে বিজেপি— লড়াইয়ে নামার আগে এ কথা কী ভাবে বলতে পারলেন সভাপতি! তাঁর এই মন্তব্যের জন্য আমাদের কংগ্রেস কর্মীদের মনোবল ভেঙে পড়েছে। রশিদ যদি বিজেপি-তে যেতে চান, যেতে পারেন। আমাদের কোনও আপত্তি নেই।"

এই ঘটনার পরিপ্রেক্ষিতে রশিদের সঙ্গে যোগাযোগ করা হলে জানা যায় তিনি ব্যস্ত রয়েছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement