সমবায় প্রশিক্ষণে হবে আরও কেন্দ্র

প্রশিক্ষণ কেন্দ্র বাড়িয়ে সমবায় ব্যাঙ্কগুলিকে পুনরুজ্জীবিত করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

বোলপুর শেষ আপডেট: ১৬ জুলাই ২০১৬ ০২:৫০
Share:

শ্রীনিকেতনে সমবায় মন্ত্রী অরূপ রায়। —নিজস্ব চিত্র

প্রশিক্ষণ কেন্দ্র বাড়িয়ে সমবায় ব্যাঙ্কগুলিকে পুনরুজ্জীবিত করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।

Advertisement

শুক্রবার দুপুরে বোলপুরের শ্রীনিকেতনে এমনই একটি কেন্দ্রের নতুন ভবনের উদ্বোধনে এসে এ কথা জানান রাজ্যের নতুন সামবায় মন্ত্রী অরূপ রায়। তিনি বলেন, “আমাদের সরকার সমবায় বাঁচাও আন্দোলনের মধ্য দিয়ে সমবায় ব্যবস্থার উন্নতি চায়। সমবায় ব্যাঙ্কগুলি বন্ধ হলে রাজ্যের কৃষি ব্যবস্থা ভেঙে পড়বে। দুর্ভোগ বাড়বে চাষিদের। সমবায় ব্যাঙ্ক বাঁচাতে প্রয়োজন সংশ্লিষ্ট কর্মী, আধিকারিকদের উপযুক্ত প্রশিক্ষণ।” রাজ্যে এখনও পর্যন্ত মাত্র ছ’টি সমবায় প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে। মন্ত্রী জানান, ইতিমধ্যেই মালদহ ও মেদিনীপুরে আরও দু’টি প্রশিক্ষণ কেন্দ্র চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অরূপ আরও বলেন, ‘‘সমবায় ক্ষেত্রেও নেট-ব্যাঙ্কিং ব্যবস্থা চালু করার পরিকল্পনা নিয়েছি। এই সব ব্যবস্থাপনার মধ্য দিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমবায়কে একটি লাভজনক জায়গায় নিয়ে যেতে চান।’’

এত দিন পর্যন্ত ইলামবাজারে একটি ভাড়াবাড়িতে ওই প্রশিক্ষণ কেন্দ্র চলত। শ্রীনিকেতনে কেন্দ্র তার নিজস্ব ভবন পেল। সমবায় দফতরের মুখ্য নির্বাহী আধিকারিক লালবাহাদুর কৈরালা বলেন, “এই কেন্দ্রটি রাজ্যের অন্যান্য কেন্দ্রের তুলনায় বড়। একসঙ্গে ৯০ জনকে প্রশিক্ষণ দেওয়া যায়। ১৮০ জনের থাকার ব্যবস্থাও রয়েছে। কর্মী, আধিকারিক, অধিকর্তাদের এবং সমবায়ের সংশ্লিষ্টদের জন্য নানা ধরনের ১৬টি প্রশিক্ষণ কর্মসূচি করা হয়।” তিনি আরও জানান, সমবায়ের সঙ্গে নির্ভরশীলদের কম্পিউটার প্রশিক্ষণ-সহ অত্যাধুনিক সুবিধা-সুযোগ প্রদান নিয়েও প্রশিক্ষণ দেওয়া হবে। অনুষ্ঠানে হাজির ছিলেন রাজ্যের সমবায় ইউনিয়নের চেয়ারম্যান তথা তৃণমূল বিধায়ক স্বর্ণকমল সাহা, ভাইস-প্রেসিডেন্ট আশিস চক্রবর্তী, জেলার সভাধিপতি তথা রাজ্য সমবায়ের অন্যতম ডিরেক্টর বিকাশ রায়চৌধুরী এবং এসএসডিএ চেয়ারম্যান অনুব্রত মণ্ডল প্রমুখ।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন