COVID-19

সংক্রমণ বাড়ছে, পাল্লা দিয়ে ভিড়ও

স্বাস্থ্য দফতরের একটি সূত্রের মতে, সোমবার থেকেই জেলায় সংক্রমণ ফের বাড়তে শুরু করেছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা 

শেষ আপডেট: ১৩ মে ২০২১ ০৬:৫২
Share:

দূরত্ব বিধি শিকেয়। পুরুলিয়া শহরের চাইবাসা রোডে তুমুল ভিড়। নিজস্ব চিত্র।

হাট-বাজার খোলা থাকার সময় বেঁধে ভিড়ে রাশ টানার চেষ্টা চললেও সংক্রমণে লাগাম টানা যাচ্ছে না পুরুলিয়ায়। এপ্রিলের শেষে জেলায় সংক্রমণের যে হার ছিল, সে হার না থাকলেও গত দু’দিন ধরে সংক্রমণ বেড়েছে জেলায়। জেলা স্বাস্থ্য দফতরের একটি সূত্রের খবর, গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে আক্রান্ত হয়েছেন ২৬৪ জন। সুস্থ হয়েছেন ২৭৮ জন। রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, জেলায় মৃত্যু হয়েছে তিন জনের। এর মধ্যে পুরুলিয়া দেবেন মাহাতো সরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতালের এক চিকিৎসকও রয়েছেন।

Advertisement

স্বাস্থ্য দফতরের একটি সূত্রের মতে, সোমবার থেকেই জেলায় সংক্রমণ ফের বাড়তে শুরু করেছে। ওই দিন নতুন করে ১৩৯ জনের সংক্রমণের হদিস মিলেছিল। মঙ্গলবার তা পৌঁছয় ২১৭ জনে। বুধবার তা বেড়ে হয় ২৬৪। এ দিকে, সোমবার ৪৫৩ জন সুস্থ হলেও মঙ্গলবার তা কমে হয়েছে ৩৬৯ জনে। বুধবার তা আরও কমে হয়েছে ২৭৮।

করোনার দ্বিতীয় পর্বে গত এপ্রিলের শেষে জেলায় সংক্রমণের হার শীর্ষে উঠেছিল। সে সময় সংক্রমণের হার ছুঁয়েছিল কম-বেশি ২৭ শতাংশ। দু’বেলায় বাজারের সময় বেঁধে ভিড় নিয়ন্ত্রণের মাধ্যমে সংক্রমণে খানিকটা রাশ টানা গেলেও গত এক সপ্তাহ ধরে সংক্রমণ ১৯ থেকে ২০ শতাংশের মধ্যে ওঠানামা করছে। বিষয়টি নিয়ে উদ্বিগ্ন স্বাস্থ্য দফতরও। পুরুলিয়া শহরের পাশাপাশি, একাধিক ব্লকেও সংক্রমণের হার জেলার গড় সংক্রমণের হারকে ছাড়িয়ে গিয়েছে।

Advertisement

এমন পরিস্থিতিতেও বুধবার চাইবাসা রোড, কোর্ট রোড, হাটের মোড়, কাপড়গলি মোড়-সহ পুরুলিয়া শহরের বাজার বা বাজার লাগোয়া রাস্তাগুলিতে দেখা গিয়েছে থিকথিকে ভিড়। শহরের ৩ নম্বর ওয়ার্ডের বাজারেও একই ছবি। শহরে সংক্রমণের নিরিখে ওই ওয়ার্ড শীর্ষে রয়েছে। প্রচুর দোকানপাট থাকার সুবাদে শহরের বাইরে থেকেও প্রচুর মানুষের আনাগোনা রয়েছে ওই ওয়ার্ডে। সে কথা মাথায় রেখে গত রবিবার জেলা প্রশাসনের বৈঠকে ওই ওয়ার্ডের সংক্রমণ নিয়ন্ত্রণে আনতে পুরসভাকে নির্দেশও দেওয়া হয়েছে। তবে দূরত্ব-বিধি মানা তো দূর অস্ত্, বাজারে রীতিমতো যানজট দেখা যাচ্ছে।

বাড়তে থাকা করোনা পরিস্থিতিতে দুর্ভাগ্যজনক ভাবে মানুষের সচেতনতার অভাব বিপদ বাড়াচ্ছে বলে মন্তব্য করে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের পুরুলিয়া জেলা সম্পাদক তথা পুরুলিয়া মেডিক্যালের চিকিৎসক নয়ন মুখোপাধ্যায় বলেন, ‘‘আজ এক সহকর্মীকে হারালাম। বর্তমান পরিস্থিতিতে এক জন চিকিৎসক হিসেবে যতটা সতর্ক থাকা প্রয়োজন, তা মাথায় রেখেই উনি কাজ করছিলেন। তার পরেও উনি সংক্রমিত হলেন এবং আজ এই পরিণতি।’’ তাঁর সংযোজন, ‘‘এত মানুষের মৃত্যু দেখার পরেও রাস্তাঘাটে যে ভাবে মানুষের ভিড় দেখছি, তাতে ভয় বাড়ছে। কিছু মানুষ পরিস্থিতির গুরুত্ব বুঝছেন না। এতে তাঁরা তো বটেই, অন্যেরাও বিপদে পড়তে পারেন। এটা দুর্ভাগ্যজনক!’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement