Coronavirus

খাবার দরকার কাদের, মানচিত্র করছে প্রশাসন

ঘটনাচক্রে, গত শনিবার পাড়া ব্লকের শাঁকড়া-খ গ্রামে এক বালকের মৃত্যু নিয়ে ‘সোশ্যাল মিডিয়া’য় হইচই হয়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৪ এপ্রিল ২০২০ ০২:০০
Share:

প্রতীকী ছবি

জেলার কোথায় কোথায় বাসিন্দাদের খাদ্যের অভাব হওয়ার সম্ভাবনা রয়েছে, তার মানচিত্র তৈরি করতে উদ্যোগী হল পুরুলিয়া জেলা প্রশাসন। অনেক সময় অনেক গ্রাহক দাবি করেন, যা রেশন পান, তাতে কুলোয় না। কোনও ক্ষেত্রে দেখা যায় কোনও পরিবারে যতগুলি কার্ড রয়েছে, সদস্য রয়েছেন তার থেকে বেশি। প্রশাসন সূত্রে খবর, এই পরিস্থিতিতে সমস্ত বিডিওকে বলা হয়েছে, এমন পরিবারগুলিকে দ্রুত চিহ্নিত করতে।

Advertisement

পুরুলিয়ার জেলাশাসক রাহুল মজুমদার সোমবার বলেন, ‘‘মুখ্যমন্ত্রীর (মমতা বন্দ্যোপাধ্যায়) নির্দেশ, এই পরিস্থিতিতে সমস্ত দরিদ্র পরিবারের কাছে যেন খাবার পৌঁছয়। সেই নির্দেশ সামনে রেখে এই কাজ আমরা শুরু করেছি।’’ তিনি জানান, এই উদ্যোগের লক্ষ্য তিনটি। প্রথমত, খাদ্য ও সামাজিক সুরক্ষার বিচারে ঝুঁকিপূর্ণ পরিবারগুলিকে দ্রুত চিহ্ণিত করা। দ্বিতীয়ত, তাঁদের কাছে প্রয়োজনীয় সহায়তা পৌঁছেছে কি না, তা দেখা। তৃতীয়ত, খাবার ছাড়া, অন্য কোনও প্রয়োজন ওই পরিবারগুলির রয়েছে কি না তা-ও নজরে রাখা।

ঘটনাচক্রে, গত শনিবার পাড়া ব্লকের শাঁকড়া-খ গ্রামে এক বালকের মৃত্যু নিয়ে ‘সোশ্যাল মিডিয়া’য় হইচই হয়। ময়না-তদন্তে জানা যায়, মস্তিকের সমস্যার কারণে ওই বালকের মৃত্যু হয়েছে। অনাহারে নয়। তবে তার পরিবারের অভিযোগ ছিল, দিন তিনেক খাবার জোটেনি তাদের। প্রশাসন দাবি করেছিল, ওই পরিবার রেশন দোকান, অঙ্গনওয়াড়ি কেন্দ্র ও স্কুলের মিড-ডে মিল থেকে দফায় দফায় চাল, আটা ও আলু পেয়েছিল। কিন্তু সংশ্লিষ্ট পরিবারের যতগুলি রেশনকার্ড রয়েছে, সদস্য সংখ্যা তার তুলনায় অনেক বেশি। ফলে, তারা সরকারি সাহায্য পেলেও তা কতটা ‘পর্যাপ্ত’ ছিল, সে প্রশ্ন ওঠে। তবে মানচিত্র তৈরির উদ্যোগের সঙ্গে শাঁকড়ার ঘটনার যোগ নেই বলেই দাবি করেছে জেলা প্রশাসন।

Advertisement

প্রশাসন সূত্রে খবর, পঞ্চায়েত ধরে মানচিত্র তৈরি করতে বলা হয়েছে বিডিওদের। নির্দেশ দেওয়া হয়েছে, একটিও ‘টোলা’ যেন বাদ না পড়ে। পুরুলিয়ায় বীরহোড়, পাহাড়িয়া, শবর-সহ বেশ কিছু জনজাতির মানুষজন বাস করেন। তাঁরা মূলত রেশনের উপরেই নির্ভর করেন। জেলাশাসক বলেন, ‘‘জনজাতির মধ্যে সহায়সম্বলহীন বা অসমর্থদেরও খুঁজে বার করতে নির্দেশ দেওয়া হযেছে।’’

প্রতিটি ব্লকেই তালিকা তৈরির কাজ শুরু হয়ে গিয়েছে বলে প্রশাসন সূত্রের খবর। জেলা প্রশাসনের এক কর্তা জানান, তালিকা তৈরি হওয়ার পরে, বিডিওদের নিয়ে মহকুমাভিত্তিক বৈঠক হবে। তার পরে ঠিক হবে, কী ভাবে ওই পরিবারগুলিকে বিশেষ সহায়তা পৌঁছে দেওয়া যায়। আজ, মঙ্গলবার পুরুলিয়া সদর মহকুমার বিডিওদের নিয়ে প্রথম বৈঠকটি হওয়ার কথা। পরবর্তী কালে সরেজমিনে পরিদর্শন হবে।

(অভূতপূর্ব পরিস্থিতি। স্বভাবতই আপনি নানান ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিয়ো আমাদের ইমেলে পাঠিয়ে দিন, feedback@abpdigital.in ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেনআপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement