জামিন পেলেন অনুব্রত মণ্ডল। — ফাইল চিত্র।
বোলপুর থানার আইসি-কে কুকথা বলার ঘটনায় জামিন পেলেন তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। সোমবার সকালে বোলপুর মহকুমা আদালতে দ্বারস্থ হয়েছিলেন তিনি। অনুব্রতের আবেদন মেনে তাঁকে জামিন দিলেন বিচারক।
সোমবার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বণিকব্রত দত্তের এজলাসে অনুব্রত জামিনের আবেদন করেন। সূত্রের খবর, তাঁর অসুস্থতার কারণ দেখিয়ে জামিনের আর্জি জানানো হয়। বিচারক দত্ত হাজার টাকার বন্ডে সেই জামিন মঞ্জুর করেছেন।
প্রসঙ্গত, গত ২৯ মে বোলপুর থানার আইসি লিটন হালদারকে ফোনে অকথ্য ভাষায় গালিগালাজ করার অভিযোগ উঠেছিল অনুব্রতের বিরুদ্ধে। ওই ঘটনার পর পুলিশ অনুব্রতকে নোটিস পাঠায়। বার দুয়েক হাজিরা এড়ানোর পর বোলপুর এসডিপিও অফিসে হাজিরা দিয়েছিলেন কেষ্ট। সেই ঘটনার তিন মাস পর সোমবার আদালতে জামিন চেয়ে আবেদন করেছিলেন অনুব্রত।
বোলপুর থানার আইসি-কে গালিগালাজ করার ঘটনা প্রকাশ্যে আসার পর শোরগোল পড়ে রাজ্য-রাজনীতিতে। বিরোধীরা রাজ্যের শাসকদল তৃণমূলের বিরুদ্ধে সরব হয়। দলের মধ্যেও প্রশ্নের মুখে পড়তে হয় অনুব্রতকে। আইসি-কে কুকথা বলার ঘটনায় দলের শীর্ষ নেতৃত্বের নির্দেশে ক্ষমাও চাইতে হয়েছিল।
ঘটনাচক্রে, তৃণমূল নেতৃত্ব অনুব্রতকে বীরভূম জেলা সভাপতির পদ থেকে অব্যাহতি দেওয়ার পরেই আইসি কাণ্ড ঘটেছিল। তখন অনুব্রত স্রেফ দলের কোর কমিটির এক জন সাধারণ সদস্য ছিলেন। সেই পরিস্থিতিতে আইসিকে কুকথা বলে বিতর্কে জড়িয়ে দলে আরও কোণঠাসা হয়ে পড়েছিলেন অনুব্রত।