জঙ্গলে মিলল যুবকের দেহ

বিষ্ণু জানান, ভাইয়ের গলায় একটা কালশিট দাগ ছিল। এ ছাড়া চোখে, মুখে, নাক দিয়ে রক্ত বের হচ্ছিল। প্রাথমিক অবস্থায় দেখে মনে হয়েছে শরীরে ভারী কোনও জিনিস দিয়ে আঘাত করে ভাইকে খুন করা হয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

নলহাটি শেষ আপডেট: ১৩ জুন ২০১৭ ০২:১৯
Share:

প্রতীকী ছবি

বাড়ি থেকে দু’ কিলোমিটার দূরে এলাকার একটি জঙ্গল থেকে এক যুবকের ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধার করল পুলিশ। সোমবার সকালে নলহাটি থানার পুষড় মৌজার শালবনের জঙ্গল থেকে ওই দেহটি উদ্ধার হয়। পুলিশ জানায় মৃতের নাম শঙ্কর মাল (৩৫)। বাড়ি নলহাটি থানার সুলতানপুর গ্রামে। ঝাড়খণ্ডের সুন্দরপাহাড়ি এলাকার পাথর শিল্পাঞ্চলে শ্রমিকের কাজ করত ওই যুবক। তৃণমূল প্রভাবিত নলহাটি থানা পাথর লোডিং লেবার ইউনিয়নের সদস্য ছিলেন।

Advertisement

পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, শঙ্কর রবিবার খাওয়াদাওয়া করে রাত আটটা নাগাদ বাড়ি থেকে বেরিয়েছিল। তার খুড়তুতো ভাই বিষ্ণু মাল জানান, গ্রাম ঢোকার মুখে রাস্তার ধারে ঝড়ে ভেঙে পড়া নিজেরই অন্য একটি নির্মীয়মান বাড়ির বাঁশ আগলানোর জন্য অন্য একটি বাড়ির দাওয়াতে ঘুমানোর জন্য বেরিয়েছিল। পরে আজ সকালে জানতে পারি বাড়ি থেকে দু’ কিলোমিটার দূরে পুষড়ের জঙ্গলে ভাই মৃত অবস্থায় পড়ে আছে। বিষ্ণু জানান, ভাইয়ের গলায় একটা কালশিট দাগ ছিল। এ ছাড়া চোখে, মুখে, নাক দিয়ে রক্ত বের হচ্ছিল। প্রাথমিক অবস্থায় দেখে মনে হয়েছে শরীরে ভারী কোনও জিনিস দিয়ে আঘাত করে ভাইকে খুন করা হয়েছে।

শঙ্করের মা বৈশাখীদেবী ছেলেকে খুন করা হয়েছে বলে নলহাটি থানায় অভিযোগ দায়ের করেছেন। তবে খুনের কারণ কি বা ক’জনের নামে অভিযোগ দায়ের করা হয়েছে সে ব্যাপারে পুলিশ ঘটনার তদন্তে স্বার্থে জানাতে চাননি। রামপুরহাট মহকুমা পুলিশ আধিকারিক ধৃতিমান সরকার বলেন, ‘‘একটা খুনের অভিযোগ জমা পড়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। এখনও পর্যন্ত ঘটনার সঙ্গে জড়িত কাউকে পুলিশ আটক বা গ্রেফতার করতে পারেনি।’’

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন