— প্রতিনিধিত্বমূলক ছবি।
রাস্তায় ফেলে বিজেপিকর্মীর দাদাকে মারধর করে খুন! অভিযোগের তির স্থানীয় দুই তৃণমূলকর্মীর বিরুদ্ধে। খুনের ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল বাঁকুড়ার ইন্দাস থানার খটনগর গ্রামে। ঘটনার পর মৃতের পরিবারকে নিয়ে থানায় গেলেন স্থানীয় বিজেপি বিধায়ক নির্মলকুমার ধাড়া। পরিবারের অভিযোগের ভিত্তিতে এক তৃণমূলকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
মৃতের নাম সুজয় রং। খটনগর গ্রামের বাসিন্দা সুজয়ের ভাই প্রসাদ রং এলাকায় বিজেপিকর্মী বলে পরিচিত। পরিবার সূত্রে দাবি, বৃহস্পতিবার রাতে সুজয় ডিম কিনতে বেরিয়েছিলেন। সেই সময়ই তাঁর উপর হামলা চালান স্থানীয় দুই তৃণমূলকর্মী নয়ন এবং পিন্টু রায়। অভিযোগ, সুজয়কে ঘিরে ধরে প্রথমে কিল-চড় চালান তাঁরা। তার পরে ধাক্কা মেরে রাস্তায় ফেলে দিয়ে আরও কিছু ক্ষণ মারধর করা হয়। ঘটনাটি নজরে আসতেই ঘটনাস্থলে ছুটে আসেন এলাকাবাসী। বেগতিক বুঝে এলাকা ছাড়েন নয়ন এবং পিন্টু।
গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে সুজয়কে ইন্দাস ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। তবে চিকিৎসকেরা পরীক্ষা করে তাঁকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে বৃহস্পতিবার রাতে মৃতের পরিবারের সঙ্গে যোগাযোগ করেন ইন্দাসের বিধায়ক। পরিবারের লোকেদের নিয়ে থানায় যান তিনি। পরিবারের তরফে নয়ন এবং পিন্টুর বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করা হয়। সেই অভিযোগের ভিত্তিতে পিন্টুকে গ্রেফতার করে পুলিশ।
অভিযুক্তদের কঠোর শাস্তির দাবিতে সরব মৃতের পরিবার। মৃতের ভাই প্রসাদ বলেন, ‘‘আমি দীর্ঘদিন ধরে বিজেপি করি। সেই কারণে আমাকে ও আমার দাদাকে বারে বারে হুমকি দিচ্ছিল তৃণমূল। আমাকে বাগে না-পেয়ে দাদাকে রাস্তায় ফেলে খুন করেছে তৃণমূলের গুন্ডারা।’’ নির্মলের দাবি, রাজনৈতিক কারণেই খুন হতে হয়েছে সুজয়কে। শুধু পিন্টু নয়, অন্য অভিযুক্তের গ্রেফতারির দাবি তুলেছেন তিনি। ২৪ ঘণ্টার মধ্যে তাঁকে গ্রেফতার করা না-হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিলেন বিজেপি বিধায়ক।
সুজয়ের মৃত্যুর নেপথ্যে কোনও রাজনীতির যোগ নেই বলে দাবি তৃণমূলের। তৃণমূলের বিষ্ণুপুর সাংগঠনিক জেলা সভাপতি সুব্রত দত্ত বলেন, ‘‘যে কোনও মৃত্যুই দুঃখজনক। কিন্তু এই ঘটনার সঙ্গে রাজনীতির কোনও যোগ নেই। ধৃত পিন্টু রায় আমাদের দলেরও কেউ নয়। মদের আসরে গন্ডগোলের জেরে এই ঘটনা বলে জানতে পেরেছি। বিজেপি এখন লাশের রাজনীতি করছে।’’ বাঁকুড়ার পুলিশ সুপার সৌম্যদীপ ভট্টাচার্য বলেন, ‘‘ঘটনার লিখিত অভিযোগ মিলেছে। ইতিমধ্যেই একজনকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।’’