টেট নিয়ে সিবিআই দাবি

টেটের নিয়োগে দুর্নীতির অভিযোগ তুলে সিবিআই তদন্ত দাবি করল কংগ্রেস। সোমবার এই দাবিতে পথে নামে পুরুলিয়া জেলা যুব কংগ্রেস। এ দিন দুপুরে সংগঠনের কর্মী সমর্থকেরা জেলা প্রাথমিক শিক্ষা দফতরের সামনে একটি বিক্ষোভ সভাও করেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

পুরুলিয়া শেষ আপডেট: ০৭ মার্চ ২০১৭ ০২:২৮
Share:

বিক্ষোভ: প্রাথমিক বিদ্যালয় সংসদের সামনে। নিজস্ব চিত্র

টেটের নিয়োগে দুর্নীতির অভিযোগ তুলে সিবিআই তদন্ত দাবি করল কংগ্রেস। সোমবার এই দাবিতে পথে নামে পুরুলিয়া জেলা যুব কংগ্রেস। এ দিন দুপুরে সংগঠনের কর্মী সমর্থকেরা জেলা প্রাথমিক শিক্ষা দফতরের সামনে একটি বিক্ষোভ সভাও করেন। সভায় অভিযোগ তোলা হয় থেকেই নিয়োগে ব্যাপক দুর্নীতি হয়েছে বলে অভিযোগ তোলা হয়। সংগঠনের জেলা সভাপতি হরেরাম সিং বলেন, ‘‘সংরক্ষণ নীতি মোতাবেক নিয়োগ হয়েছে কি না তা এখনও অজ্ঞাত। উত্তীর্ণ প্রার্থীদের তালিকা প্রকাশ করার পরিবর্তে এসএমএসের মাধ্যমে জানানো হয়েছে। সেই পদ্ধতিতেই কাউন্সেলিং ও নিয়োগপত্রও পাঠানো হয়েছে। পার্শ্বশিক্ষক না হওয়া স্বত্ত্বেও সেই ক্যাটাগরিতে নিয়োগ হয়েছে।’’

Advertisement

বিধায়ক নেপাল মাহাতো প্রশ্ন বলেন, ‘‘এত গোপনীয়তা কেন এই প্রশ্ন তুলছেন সাধারণ মানুষ।এক এক ধরণের কেলেঙ্কারির কথা বিভিন্ন জায়গায় শোনা যাচ্ছে। আমরা দুর্নীতির সমস্ত নথি সংগ্রহ করছি। সিবিআই তদন্ত না হলে পুরো কেলেঙ্কারি সামনে আসবে না।’’

জেলাভিত্তিক নিয়োগের দাবি তুলে এ দিন যুব কংগ্রেস জেলাশাসকের কার্যালয়ের সামনে একটি পথসভা করে। জেলা প্রাথমিক শিক্ষা দফতরে ৯ দফা দাবিতে স্মারকলিপি দেওয়া হয়। সভায় বক্তব্য রাখেন যুব কংগ্রেসের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হরিশ পাওয়ার, ঝাড়খণ্ড প্রদেশ যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক রাকেশ কিরণ, পশ্চিমবঙ্গ যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রসেনজিৎ পুততুণ্ড।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন