কমিউনিটি হলের দাবি

এলাকায় কমিউনিটি হল তৈরির দাবিতে রামপুরহাট পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে বিভিন্ন জায়গায় পোস্টার সাঁটাল কংগ্রেসর ওয়ার্ড কমিটি। কমিটির পক্ষে শাহাজাদা কিনু জানান, রামপুরহাট পুরসভার বেশ কয়েকটি ওয়ার্ডে কমিউনিটি হল তৈরি করা হচ্ছে। কিন্তু ১৪ নম্বর ওয়ার্ডে এখনও তা হয়নি। তাই এলাকার বাসিন্দা হিসাবে কংগ্রেস কর্মীদের পক্ষ থেকে ওয়ার্ডবাসীর সুবিধার্থে কমিউনিটি হল তৈরির দাবি জানান হয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

রামপুরহাট শেষ আপডেট: ০৯ জুন ২০১৫ ০০:৪২
Share:

এলাকায় কমিউনিটি হল তৈরির দাবিতে রামপুরহাট পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে বিভিন্ন জায়গায় পোস্টার সাঁটাল কংগ্রেসর ওয়ার্ড কমিটি। কমিটির পক্ষে শাহাজাদা কিনু জানান, রামপুরহাট পুরসভার বেশ কয়েকটি ওয়ার্ডে কমিউনিটি হল তৈরি করা হচ্ছে। কিন্তু ১৪ নম্বর ওয়ার্ডে এখনও তা হয়নি। তাই এলাকার বাসিন্দা হিসাবে কংগ্রেস কর্মীদের পক্ষ থেকে ওয়ার্ডবাসীর সুবিধার্থে কমিউনিটি হল তৈরির দাবি জানান হয়েছে।

Advertisement

এলাকার তৃণমূল নেতা শুদ্ধধন বন্দ্যোপাধ্যায় কংগ্রেসকে কটাক্ষ করে বলেন, ‘‘ওয়ার্ডে যারা ১০০টা ভোট পায়, তারা আগে কমিউনিটি হলের জন্য জায়গা ঠিক করে দিক, তাহলেই তৈরি করা যাবে।’’ তাঁর দাবি, ‘‘এই ওয়ার্ডে খাস জায়গা পাওয়া যাচ্ছে না। সে জন্য ইচ্ছে থাকলেও এলাকায় কমিউনিটি হল তৈরি করা যাচ্ছে না।’’ রামপুরহাটের পুরপ্রধান অশ্বিনী তিওয়ারি জানান, ইন্ট্রিগ্রেটেড হাউসিং ফর স্লাম ডেভেলপমেণ্ট প্রকল্পের আওতায় ২০০৯ সালে রামপুরহাট পুরএলাকায় চারটি কমিউনিটি হল তৈরির অনুমোদন পাওয়া যায়। শহরের মধ্যে সরকারি খাস জায়গার পরিমাণ কম। কমিউনিটি হলগুলি তৈরির জন্য দু’কাঠা করে জায়গা দরকার। শেষমেশ চারটি ওয়ার্ডে খাস জায়গা পাওয়া যায়। সেই জায়গাতেই কমিউনিটি হল তৈরি করা হচ্ছে। পুরপ্রধান বলেন, ‘‘ঝনঝনিয়া পাম্প হাউসে একটি কমিউনিটি হল তৈরি করা হচ্ছে। এ ছাড়া ২ নম্বর ওয়ার্ডে, ১৩ নম্বর ওয়ার্ড এবং গাঁধী পার্ক এলাকায় বাকি হলগুলি তৈরি করা হচ্ছে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন