লাইনচ্যুত চাকা, রক্ষা পেল ট্রেন

রাতে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। রেলের তরফে জানানো হয়েছে, দুর্ঘটনা ঘটলেও ট্রেনটি লাইন থেকে পড়ে যায়নি। ফলে কোনও যাত্রী আহত হননি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

আদ্রা শেষ আপডেট: ৩০ জুন ২০১৮ ০১:০৫
Share:

বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল মশাগ্রাম-বাঁকুড়া প্যাসেঞ্জার। শুক্রবার দুপুরে ওই ট্রেনের পিছনের একটি কামরার দু’টি চাকা লাইনচ্যুত হয়ে যায়। তবে চালক সঙ্গে সঙ্গে ট্রেনটিকে থামাতে পারায় রক্ষা মিলেছে। ঘটনার পরে বাঁকুড়া-মশাগ্রাম শাখায় ছ’টি প্যাসেঞ্জার ট্রেন বন্ধ করে দেওয়া হয়েছিল। রাতে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। রেলের তরফে জানানো হয়েছে, দুর্ঘটনা ঘটলেও ট্রেনটি লাইন থেকে পড়ে যায়নি। ফলে কোনও যাত্রী আহত হননি।

Advertisement

রেল সূত্রে জানা গিয়েছে, শুক্রবার বেলা ১টা নাগাদ আদ্রা ডিভিশনের বাঁকুড়া-মশাগ্রাম শাখায় পূর্ব বর্ধমানের বোকরা প্যাসেঞ্জার হল্ট থেকে দু’কিলোমিটার দূরে দুর্ঘটনাটি ঘটে। ডিএমইউ ট্রেনটি মশাগ্রাম থেকে ছেড়ে বাঁকুড়ার দিকে যাচ্ছিল। দুর্ঘটনার খবর পেয়েই আদ্রা থেকে রেলের পদস্থ আধিকারিক ও কর্মীরা ঘটনাস্থলে যান। বিকেলে চাকা দু’টি লাইনে তোলার কাজ শুরু হয়। ডিআরএম (আদ্রা) শরদকুমার শ্রীবাস্তব বলেন, ‘‘কী ভাবে দুর্ঘটনা ঘটল খতিয়ে দেখা হচ্ছে। আধিকারিক ও কর্মীরা ঘটনাস্থলে রয়েছেন। তাঁদের কাছ থেকে রিপোর্ট চাওয়া হয়েছে। রিপোর্ট পাওয়ার পরেই দুর্ঘটনার কারণ জানানো সম্ভব।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন