দ্রুত কাজ শেষের নির্দেশ

উন্নয়নমূলক প্রকল্পের বকেয়া কাজ দ্রুত শেষ করার নির্দেশ দিলেন জেলাশাসক। শুক্রবার জেলা পরিষদের সভাধিপতি, কর্মাধ্যক্ষ, জেলার ২০টি ব্লকের বিডিও, পঞ্চায়েত সমিতির সভাপতি, বিধায়ক এবং সাংসদদের নিয়ে বৈঠকে বসেছিলেন পুরুলিয়ার জেলাশাসক তন্ময় চক্রবর্তী।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

পুরুলিয়া শেষ আপডেট: ১০ জুন ২০১৬ ০২:১৪
Share:

উন্নয়নমূলক প্রকল্পের বকেয়া কাজ দ্রুত শেষ করার নির্দেশ দিলেন জেলাশাসক। শুক্রবার জেলা পরিষদের সভাধিপতি, কর্মাধ্যক্ষ, জেলার ২০টি ব্লকের বিডিও, পঞ্চায়েত সমিতির সভাপতি, বিধায়ক এবং সাংসদদের নিয়ে বৈঠকে বসেছিলেন পুরুলিয়ার জেলাশাসক তন্ময় চক্রবর্তী। নিবার্চনের পরে এটিই ছিল প্রশাসনের প্রথম উন্নয়ন সংক্রান্ত বৈঠক। প্রশাসন সূত্রের খবর, বৈঠকের শুরুতেই জেলাশাসক উপস্থিত সবাইকে জানান, মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই সমস্ত জেলার জেলাশাসকদের নিয়ে বৈঠক করেছেন। সেখানে আগামী পাঁচ বছরে কী কাজ করা হবে তার একটি রূপরেখাও দিয়েছেন মূখ্যমন্ত্রী। এ দিন বৈঠকের শুরুতেই সেই প্রসঙ্গ টেনে জেলাশাসক তন্ময় চক্রবর্তী কাজে গতি আনার নির্দেশ দেন। পাশাপাশি বিভিন্ন উন্নয়নমূলক যে সমস্ত কাজগুলি চলছে সেগুলি দ্রুত শেষ করার নির্দেশ দেন। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, বকেয়া কাজ শেষ করার জন্য দু’ মাস সময় বেঁধে দিয়েছেন জেলাশাসক।

Advertisement

জেলা পরিষদের দলনেতা তথা পূর্ত বিভাগের কর্মাধ্যক্ষ সুজয় বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘নানা উন্নয়নমূলক কাজের পাশাপাশি একশো দিনের কাজের বিষয়টি এ দিনের বৈঠকে উঠে এসেছে। কাজ করতে গিয়ে কিছু ক্ষেত্রে সমস্যা দেখা দিচ্ছে। জেলাশাসক সেগুলি দেখার আশ্বাস দিয়েছেন।’’ দ্বিতীয়বার দায়িত্ব গ্রহণের পরে মুখ্যমন্ত্রী ফের জেলায় জেলায় প্রশাসনিক বৈঠক করবেন বলে জানিয়ে দিয়েছেন। প্রশাসন সূত্রের খবর, জেলায় মূখ্যমন্ত্রী বৈঠকে আসার আগেই বকেয়া কাজ দ্রুত শেষ করতে চায় প্রশাসন। জেলাশাসক তন্ময় চক্রবর্তী বলেন, ‘‘বৈঠকে বিভিন্ন প্রকল্প ধরে ধরে আলোচনা হয়েছে। কী ভাবে কাজের গতি আরও বাড়ানো যায় তা নিয়ে আলোচনা হয়েছে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন