Explosives

গাড়ি-ভর্তি  বিস্ফোরক, ধৃত চালক

পুলিশের দাবি, মোট ২৬ প্যাকেটে ১৫০০ পিস করে মোট ৩৯ হাজার ডিটোনেটর উদ্ধার হয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা 

মহম্মদবাজার শেষ আপডেট: ০৫ অক্টোবর ২০২০ ০৩:২৮
Share:

গাড়ি ভর্তি। নিজস্ব চিত্র।

গোপন সূত্রে খবর পেয়ে গাড়ি-ভর্তি বিস্ফোরক উদ্ধার করল মহম্মদবাজার থানার পুলিশ। গ্রেফতার করা হয়েছে গাড়ি চালক যুবককে। পুলিশ সূত্রে জানা যায়, শনিবার রাত সাড়ে আটটা নাগাদ মোবাইল ভ্যানে থাকা পুলিশ অফিসাররা গাড়ি আটকান রানীগঞ্জ থেকে মোরগ্রাম যাওয়ার জাতীয় সড়কের উপরে মহম্মদবাজারের জয়পুর বাসস্ট্যান্ডের কাছে। গাড়ি তল্লাশি শুরু করতেই দেখতে পাওয়া যায় মারুতি ভ্যান ভর্তি ডিটোনেটর। সঙ্গে সঙ্গে ভ্যান সহ চালকে আটক করে নিয়ে আসা হয় থানায়। গাড়ির চালক পুলিশের কাছে দাবি করেন, রানীগঞ্জ থেকে ডিটোনেটর নিয়ে যাওয়া হচ্ছিল রামপুরহাটের পাথর খাদানে কাজের জন্য। কিন্তু, কাগজপত্র দেখাতে না পারায় গাড়ি চালক আশিস কেওড়াকে গ্রেফতার করে পুলিশ। ধৃতের বাড়ি রানিগঞ্জের ছয় নম্বর ওয়ার্ডের গির্জাপাড়ায়। পুলিশের দাবি, মোট ২৬ প্যাকেটে ১৫০০ পিস করে মোট ৩৯ হাজার ডিটোনেটর উদ্ধার হয়েছে। এমনিতে পাথর শিল্পাঞ্চলের কাজে ডিটোনেটর ব্যবহার হয়। এত ডিটোনেটর সেই শিল্পাঞ্চলের কাজের জন্যই নাকি অন্য কোনও উদ্দেশে নিয়ে যাওয়া হচ্ছিল তা দেখছে পুলিশ। রবিবার ধৃতকে সিউড়ি আদালতে হাজির করানো হলে ছ’দিনের পুলিশ হেপাজতের নির্দেশ হয়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন