রাতে হাতি ঢুকে ভাঙল বাড়ি

রাতে হাতির হানায় ক্ষতিগ্রস্ত হল বাড়ি। নষ্ট হল কাঁঠাল বাগানও। বুধবার মাঝরাতে ঘটনাটি ঘটেছে বাঁকুড়া উত্তর রেঞ্জের বেলবাঁকড়া গ্রামে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

বাঁকুড়া শেষ আপডেট: ২৪ জুন ২০১৬ ০৭:৫৮
Share:

তাণ্ডবের পরে। বাঁকুড়ার বেলবাঁকড়া গ্রামে বৃহস্পতিবার তোলা নিজস্ব চিত্র।

রাতে হাতির হানায় ক্ষতিগ্রস্ত হল বাড়ি। নষ্ট হল কাঁঠাল বাগানও। বুধবার মাঝরাতে ঘটনাটি ঘটেছে বাঁকুড়া উত্তর রেঞ্জের বেলবাঁকড়া গ্রামে।

Advertisement

গ্রামবাসীরা জানাচ্ছেন, মাঝরাতে একটি দাঁতাল গ্রামে ঢুকে স্থানীয় বাসিন্দা তপন সিন্দাল ও তাঁর ভাই মানিক সিন্দালের বাড়িতে হামলা চালায়। তাঁদের রান্নাঘরের টালির চালা, ঘরের দরজা ভেঙে দেয়। ধানের মড়াই উল্টে ধান নষ্ট করে। এরপর বাড়ির পিছনের কাঁঠাল বাগানে গিয়ে বেশির ভাগ কাঁঠালই নষ্ট করে। স্বপনবাবু জানান, রাত প্রায় দু’টো নাগাদ দাঁতালটি তাঁদের বাড়িতে ঢোকে। রান্না ঘরেই ঘুমোচ্ছিলেন মানিকবাবুর ছেলে চন্দন। হাতি ঢুকেছে দেখেই তিনি দৌড়ে পালিয়ে প্রাণে বাঁচেন। এরপর ঘরের দরজা ভেঙে ধানের বস্তা টেনে আনে দাঁতালটি।

বাড়ির উঠোনে ধান খেয়ে-ছড়িয়ে নষ্ট করে দাঁতালটি। তিনি বলেন, “টায়ার জ্বালিয়ে হাতিটিকে কোনও রকমে তাড়ানো হয়। হাতিটি বাড়ির পিছনে কাঁঠাল বাগানের দিকে চলে যায়।” খবর পেয়ে বৃহস্পতিবার সকালে বনদফতরের আধিকারিকেরা ওই গ্রামে গিয়ে ক্ষয়ক্ষতি দেখে আসেন। বাঁকুড়ার ডিএফও (বাঁকুড়া উত্তর) পিনাকি মিত্র বলেন, “সরকারি নিয়ম মেনে ক্ষতিগ্রস্ত পরিবারকে সাহায্য করা হবে। স্থানীয় দাঁতালেই এই কাঁণ্ড। হাতিটিকে জঙ্গলের দিকে তাড়িয়ে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন