Viral Video

বিমানবন্দরে সিঁড়ির অভাব! ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করে বিমান থেকে লাফ দিয়ে নেমে পড়লেন যাত্রীরা, ভিডিয়ো ভাইরাল

বিমান থেকে যাত্রীদের নামানোর জন্য সিঁড়ি পাওয়া যাচ্ছিল না। ঘণ্টার পর ঘণ্টা বিমানের ভিতর অপেক্ষা করার পর বিরক্ত হয়ে পড়েছিলেন যাত্রীরা। কোনও উপায় না দেখে বিমানকর্মীরা দরজা খুলে দিলেন বিমানের।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২০ ডিসেম্বর ২০২৫ ১৯:২৫
Share:

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

অবতরণ করার পরেও ঘণ্টার পর ঘণ্টা বিমানবন্দরে দাঁড়িয়ে রয়েছে একটি বিমান। বিমান থেকে যাত্রীদের নামানোর জন্য সিঁড়ি (‘মোবাইল স্টেয়ার’) পাওয়া যাচ্ছে না বিমানবন্দরে। বহু ক্ষণ বিমানে বসে অপেক্ষা করার পর আর তর সইল না যাত্রীদের। বিমানের দরজা খুলে তাঁদের লাফ দিয়ে নামতে সাহায্য করলেন বিমানকর্মীরা। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)

Advertisement

স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, সম্প্রতি এই ঘটনাটি কঙ্গোর কিন্ডু বিমানবন্দরে ঘটেছে। ‘এয়ার কঙ্গো’ বিমানসংস্থার বিমানটি অবতরণ করার পরেও ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়েছিল। বিমান থেকে যাত্রীদের নামানোর জন্য সিঁড়ি পাওয়া যাচ্ছিল না। ঘণ্টার পর ঘণ্টা বিমানের ভিতর অপেক্ষা করার পর বিরক্ত হয়ে পড়েছিলেন যাত্রীরা।

কোনও উপায় না দেখে বিমানকর্মীরা দরজা খুলে দিলেন বিমানের। সেখান থেকে লাফ দিয়ে নীচে নামতে শুরু করলেন যাত্রীরা। এই ভিডিয়োটি দেখে বিমানবন্দরের অব্যবস্থা নিয়ে ক্ষোভপ্রকাশ করেছেন নেটপাড়ার একাংশ। আবার কেউ কেউ যাত্রীদের নিরাপত্তা নিয়েও প্রশ্ন তুলেছেন। এক জন নেটাগরিক লিখেছেন, ‘‘কয়েক ফুট উঁচু থেকে লাফ দিয়ে নীচে নামার সময় যে কোনও ধরনের বিপদ হতে পারে। যাত্রীদের কোনও ক্ষতি হলে সে দায়িত্ব কে নেবেন?’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement