শক্তি: পুরুলিয়ায় নিজস্ব চিত্র
নারী শিক্ষার লক্ষ্য নিয়ে শহরে তৈরি হয়েছিল কলেজ। সেই কলেজ এ বারে পা দিয়েছে ষাট বছরে। জেলার শিক্ষা-মানচিত্রের এখন উজ্জ্বল উপস্থিতি পুরুলিয়া নিস্তারিণী কলেজের। চলতি মরসুমে নাকের মূল্যায়ন করা দুই জেলার কলেজগুলির মধ্যে একমাত্র নিস্তারিণী কলেজই ‘এ’ গ্রেড পেয়েছে। বুধবার, নারী দিবসে সেই পথ ধরে আরও এগিয়ে যাওয়ার বার্তা দিলেন কলেজের ছাত্রীরা।
ভগিনী নিবেদিতা, নিস্তারিণী দেবী থেকে শুরু করে অলিম্পিকে পদক জয়ী দীপা কর্মকারের ছবি নিয়ে শহরের পথে নেমেছিলেন বৈশাখী বর্মন, পারুল মাহাতো, প্রিয়াঙ্কা জেনা, অভিশ্রুতি রায়, তনুজা লোহার, অনিন্দিতা মাল, সঞ্চিতা মাহাতোরা। উঠে আসে নারী মুক্তি, নারী স্বাধীনতা, নারীর ক্ষমতায়নের বার্তা। ছাত্রীদের সঙ্গে পা মেলান অনেক বাসিন্দাও। কলেজের অধ্যক্ষ ইন্দ্রাণী দেব জানান, ১৬ অগস্ট কলেজের ষাটতম বর্ষের উদ্যাপন শুরু হয়েছে। এ দিনের পদযাত্রাও সেই অনুষ্ঠানের অঙ্গ।
বুধবার দুই জেলা জুড়েই নারী দিবস উপলক্ষে নানা অনুষ্ঠান হয়েছে। আদ্রার মণিপুর গ্রামের কুষ্ঠ পুনর্বাসন কেন্দ্রর উদ্যোগে হয়েছে অনুষ্ঠান। উপস্থিত ছিলেন রঘুনাথপুর আদালতের বিচারক শিবম মিশ্র, মহকুমা প্রশাসনের দুই ডেপুটি ম্যাজিস্ট্রেট মৃদুল শ্রীমানি ও অরুণ পাল। কুষ্ঠ পুর্নবাসন কেন্দ্র পরিচালিত অরুণোদয় শিশু নিকেতন হোমের আবাসিকরা বাল্য বিবাহের কুফল নিয়ে একটি নাটক অভিনয় করে। নতুনডি পঞ্চায়েতের দুরমুট গ্রামে বাণী পাঠাগার, চেলিয়ামার কেসি মেমোরিয়াল গ্রন্থাগার ও নিতুড়িয়ার পঞ্চকোট কলেজে অনুষ্ঠান হয়। কাশীপুর তরুণ সঙ্ঘ গ্রন্থাগার ও একটি স্বেচ্ছাসেবী সংগঠন অনুষ্ঠান করে। জনশিক্ষণ সংস্থান ও কল্যাণের উদ্যোগে পুরুলিয়া ২ ব্লকের বিবেকানন্দ নগরে একটি আলোচনাসভা হয়।
বরাবাজারে ‘সবুজ সাথী নারী শক্তি সঙ্ঘ’ বেলডি ফুটবল মাঠে অনুষ্ঠান করে। নেত্রী চিন্তামণি কুম্ভকার জানান, বাংলা ও সাঁওতালি ভাষায় নাটক অভিনয় হয়েছে। বরাবাজার পঞ্চায়েত সমিতি মহিলাদের নিয়ে মিছিল করে। মানবাজারে আইসিডিএস কর্মীরা শহর পরিক্রমা করেন। বাঁকুড়ার ইন্দপুরের ব্রাহ্মণডিহা পঞ্চায়েতের মাতঙ্গিনী সঙ্ঘ অনুষ্ঠানের সঙ্গে আইনি সচেতনতা শিবির করে গ্রামের মাঠে। যোগ দিয়েছিলেন ন্যাশনাল রুরাল লাইফলিহুড মিশনের প্রায় তিন হাজার মহিলা।
পথে নেমেছিল বিভিন্ন রাজনৈতিক দলও। রাজ্য যুব তৃণমূলের সাধারণ সম্পাদক সুশান্ত মাহাতো জানিয়েছেন, এ দিন দলের যুব সংগঠনের পক্ষ থেকে জেলার সমস্ত ব্লকে নারীদের শ্রদ্ধা জানাতে মিছিলের আয়োজন করা হয়েছে।
সিপিএমের মহিলা সংগঠন সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির পুরুলিয়া জেলা শাখার পক্ষ থেকেও মিছিল হয়। পরে পুরুলিয়া শহরের ট্যাক্সি স্ট্যান্ডে পথসভায় বক্তৃতা দেন প্রাক্তন মন্ত্রী বিলাসীবালা সহিস, সংগঠনের নেত্রী সাম্যশান্তি মাহাতো, অঞ্জনা রায় প্রমুখ।
বাঁকুড়া জেলা প্রশাসন ও জেলা পরিষদের আনন্দধারা প্রকল্প এবং গ্রামোন্নয়ন শাখার উদ্যোগে বাঁকুড়ার রবীন্দ্র ভবনে পালিত হল নারীদিবস-র অনুষ্ঠান। এখানে যোগ দেন প্রায় সাতশো মহিলা। ছিলেন জেলাশাসক মৌমিতা গোদারা বসু, সভাধিপতি অরূপ চক্রবর্তী, মহকুমাশাসক অসীম বালা প্রমুখ। জেলা পরিষদ সভাধিপতি অরূপ চক্রবর্তী জানান, রাজ্যের পাশাপাশি জেলার প্রতিটি মহিলাকে স্বনির্ভর করাটাই সরকারের মূল লক্ষ্য।
এসইউসি-র সারা ভারত মহিলা সাংস্কৃতিক সংগঠন বাঁকুড়ার মাচানতলার মুক্তমঞ্চে একটি সভা করে। বাঁকুড়া পুরসভার তরফে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের নিয়ে একটি ট্যাবলো বের হয়। উদ্বোধন করেন বাঁকুড়ার জেলাশাসক মৌমিতা গোদারা বসু। উপস্থিত ছিলেন পুরপ্রধান মহাপ্রসাদ সেনগুপ্ত-সহ বিশিষ্টজনেরা।