তোলাবাজির নালিশ, আটক সদস্যার স্বামী

জাতীয় সড়কের উপরে ট্রাক চালককে মারধর এবং টাকা ছিনতাই এর ঘটনায় পুলিশ এক পঞ্চায়েত সদস্যার স্বামীকে আটক করল। সোমবার গভীর রাতে ঘটনাটি ঘটে রানিগঞ্জ–মোরগ্রাম জাতীয় সড়কের রামপুরহাট থানার খরুন মোড় সংলগ্ন এলাকায়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

রামপুরহাট শেষ আপডেট: ২৫ মে ২০১৬ ০০:৫৬
Share:

জাতীয় সড়কের উপরে ট্রাক চালককে মারধর এবং টাকা ছিনতাই এর ঘটনায় পুলিশ এক পঞ্চায়েত সদস্যার স্বামীকে আটক করল। সোমবার গভীর রাতে ঘটনাটি ঘটে রানিগঞ্জ–মোরগ্রাম জাতীয় সড়কের রামপুরহাট থানার খরুন মোড় সংলগ্ন এলাকায়।

Advertisement

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার গভীর রাতে মালদহ থেকে একটি খালি ট্রাক সিউড়ি হয়ে মেদিনীপুর যাচ্ছিল। পথে জাতীয় সড়কের উপরে খরুন মোড় সংলগ্ন এলাকায় গাড়ি দাঁড় করিয়ে ধাবায় খাওয়া দাওয়া সেরে ট্রাকে উঠতে যাওয়ার সময় চার-পাঁচ জন দুষ্কৃতী চালকের উপরে চড়াও হয় বলে অভিযোগ। পরে ট্রাক চালকের কাছে থাকা ৩৬ হাজার টাকা এবং দুটি মোবাইল ছিনিয়ে নেয় দুষ্কৃতীরা।

সঙ্গে সঙ্গে গোটা ঘটনা জাতীয় সড়কে টহলরত পুলিশকে জানান ট্রাক চালক। পুলিশ ইব্রাহিম শেখ নামে এক যুবককে আটক করে। স্থানীয় বরশাল গ্রাম পঞ্চায়েতের সদস্যা জালিমা বিবির স্বামী ইব্রাহিম। তাঁর বাড়ি রামপুরহাটের পাখুড়িয়া গ্রামে।জালিমা বিবি পঞ্চায়েত নির্বাচনে কংগ্রেসের প্রতীকে জিতে পরে তৃণমূলে যোগ দেন। যদিও তৃণমূলের বরশাল গ্রাম পঞ্চায়েতের অঞ্চল সভাপতি বসন্ত মুখোপাধ্যায়ের দাবি, ‘‘তৃণমূলের সঙ্গে ওই পঞ্চায়েত সদস্যার কোনও যোগ নেই। বিধানসভা নির্বাচনেও ওরা কংগ্রেসের হয়ে ভোট করেছে।”

Advertisement

বহু চেষ্টা করেও জালিমা বিবির সঙ্গে যোগাযোগ করা যায়নি। রামপুরহাট থানার আইসি স্বপন ভৌমিক বলেন, ‘‘ওই এলাকা থেকে ট্রাক চালকদের কাছ থেকে জোর করে তোলাবাজির অভিযোগ বহু দিন ধরেই আসছিল।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন