পুরুলিয়া পুরসভায় ঘুরে গেলেন পুরমন্ত্রী

এ দিন দুপুরে মন্ত্রী পুরসভায় আসেন। পুরপ্রধান সামিমদাদ খান, বিরোধী নেতা সুদীপ মুখোপাধ্যায় ও অন্য কাউন্সিলরেরা উপস্থিত ছিলেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

পুরুলিয়া শেষ আপডেট: ০২ জুলাই ২০১৮ ০২:৩৯
Share:

ফিরহাদ হাকিম। ফাইল চিত্র।

জেলায় সভা করতে এসে রবিবার পুরুলিয়া পুরসভায় ঘুরে গেলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম।

Advertisement

এ দিন দুপুরে মন্ত্রী পুরসভায় আসেন। পুরপ্রধান সামিমদাদ খান, বিরোধী নেতা সুদীপ মুখোপাধ্যায় ও অন্য কাউন্সিলরেরা উপস্থিত ছিলেন। সূত্রের খবর, পুরুলিয়া পুরসভার কাজকর্ম কেমন চলছে তা নিয়ে খোঁজখবর করেন মন্ত্রী।

পুরপ্রধান বলেন, ‘‘আমাদের বেশ কিছু সমস্যার কথা মন্ত্রীকে কাছে পেয়ে জানালাম। পানীয় জল প্রকল্পের কিছু সমস্যার কথা বলেছি।. উনি সমস্যাগুলি শুনেছেন। খতিয়ে দেখবেন বলেও আশ্বাস দিয়েছেন।’’ তিনি জানান, কলকাতায় পুরুলিয়া পুরসভার একটি ভবন নির্মাণের জন্য মন্ত্রীর কাছে জমি চাওয়া হয়েছে। সেই দাবিও খতিয়ে দেখার আশ্বাস মিলেছে।

Advertisement

বিরোধী দলনেতা সুদীপ বলেন, ‘‘পুরুলিয়া শহরের উপরে চাপ বাড়ছে। তাই শহর লাগোয়া মাঙ্গুড়িয়া বা বোঙাবাড়ির মতো কিছু এলাকাকে পুরসভার সঙ্গে যুক্ত করা যায় কি না তা খতিয়ে দেখার জন্য মন্ত্রীকে অনুরোধ করেছি।’’ তাঁর দাবি, পুরসভার কিছু বেনিয়মও মন্ত্রীর নজরে এনেছেন।

সুদীপের দাবি, মন্ত্রী নির্দেশ দিয়ে গিয়েছেন, প্রতি মাসে কাউন্সিলরদের নিয়ে পুরসভায় বোর্ড মিটিং করতে হবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন