স্কুল থেকে পালিয়ে সটান বোলপুর

বাবার শাসনে অতিষ্ঠ হয়ে ‘বাড়ি থেকে পালিয়ে’ কলকাতায় চলে এসেছিল ছোট্ট কাঞ্চন। শিবরাম চক্রবর্তীর গল্প অবলম্বনে তৈরি ঋত্বিক ঘটকের সেই ছবির মতোই পাঁচ পড়ুয়া সটান চলে এল বোলপুরে! গল্পে হরিদাস ভাজিওয়ালা বুঝিয়ে-সুঝিয়ে বাড়ি ফেরত পাঠিয়েছিল কাঞ্চনকে। বোলপুরে সেই ভূমিকা নিয়েছে চাইল্ড-লাইন।

Advertisement

বিশ্বজিৎ রায়চৌধুরী

শান্তিনিকেতন শেষ আপডেট: ১৮ এপ্রিল ২০১৭ ০২:৩০
Share:

দল-বেঁধে: আহমেদপুরের স্কুল পড়ুয়ারা। নিজস্ব চিত্র

বাবার শাসনে অতিষ্ঠ হয়ে ‘বাড়ি থেকে পালিয়ে’ কলকাতায় চলে এসেছিল ছোট্ট কাঞ্চন। শিবরাম চক্রবর্তীর গল্প অবলম্বনে তৈরি ঋত্বিক ঘটকের সেই ছবির মতোই পাঁচ পড়ুয়া সটান চলে এল বোলপুরে! গল্পে হরিদাস ভাজিওয়ালা বুঝিয়ে-সুঝিয়ে বাড়ি ফেরত পাঠিয়েছিল কাঞ্চনকে। বোলপুরে সেই ভূমিকা নিয়েছে চাইল্ড-লাইন।

Advertisement

জেলা চাইল্ড-লাইন সূত্রে জানা গিয়েছে, সাঁইথিয়ার আহমেদপুর জয়দুর্গা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির সোয়েল মিঞা, বাদশা শেখ, নবি শেখ, সপ্তম শ্রেণির সাগর শেখ ও পঞ্চম শ্রেণির পড়ুয়া রহিত শেখ-এর বাড়ি একই পাড়ায়। ফি-দিন একই সঙ্গে স্কুলে যায়। সোয়েল জানায়, সোমবারও তারা স্কুলের উদ্দেশেই বেরিয়েছিল। যেতে দেরি হয়ে যাওয়ায় আর স্কুলে ঢোকেনি!

চাইল্ড-লাইনকে তারা জানিয়েছে, বোলপুরের নাম আগে অনেকবার শুনেছে। বইয়ের পাতায় পড়েছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতনের কথা। কিন্তু, ইচ্ছে থাকলেও আসা হয়নি। এ দিন স্কুলে যেতে দেরি হতে সেই শান্তিনিকেতনে আসার কথা তোলে ওই পড়ুয়াদেরই এক জন। তারপর যেমন ভাবা, তেমন কাজ। ট্রেন ধরে আহমেদপুর থেকে বোলপুর চলে আসে পাঁচ পড়ুয়া। তবে শান্তিনিকেতনে আর যাওয়া হয়নি। পড়ুয়াদের থেকে জানা গিয়েছে, বোলপুর স্টেশনে নেমে বুঝতে না পেরে শান্তিনিকেতন রোড ধরার বদলে হাটতলা হয়ে সোজা কাশিপুর গ্রামে গিয়ে পৌঁছায় তারা।

Advertisement

স্কুলের পোশাক পরে গ্রামের এ দিক ও দিক পাঁচ পড়ুয়াকে ঘোরাঘুরি করতে দেখে স্থানীয় বাসিন্দাদের সন্দেহ হয়। তাঁরা বোলপুর থানায় খবর দিলে পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে থানায় নিয়ে আসে। পুলিশের কাছে খবর পেয়ে বীরভূম চাইল্ড লাইনের কর্তা-ব্যাক্তিরা ওই পাঁচ পড়ুয়াকে নিজেদের হেফাজতে নিয়ে কাউন্সেলিং করেন। পরে চাইল্ড-লাইনের পক্ষ থেকে পড়ুয়াদের বাড়িতে ও স্কুলে যোগাযোগ করা হয়।

বীরভূম চাইল্ড-লাইনের কাউন্সিলর মাধবরঞ্জন সেনগুপ্ত বলেন, ‘‘পুলিশের কাছে খবর পেয়ে স্কুল থেকে পালিয়ে আসা পাঁচ ছাত্রকে আমরা নিজেদের হেফাজতে নিই। পরে তাদের কাউন্সিলিং করে জানতে পারি শান্তিনিকেতন দেখবে বলে এমনটা করেছে।’’ আজ, মঙ্গলবার সিউড়িতে চাইল্ড ওয়েলফেয়ার কমিটিতে বাচ্চাগুলিকে তোলা হবে। তারপর তাদের পরিবারের হাতে তুলে দেওয়া হতে পারে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন