চালু অক্টোবর থেকে বিশ্বভারতীতে ‘ফ্রি ওয়াইফাই’

আগামী অক্টোবরের মধ্যে ‘ফ্রি ওয়াইফাই জোন’ চালু হতে চলেছে গোটা বিশ্বভারতী চত্বরে। সোমবার এমনই সিদ্ধান্ত নেওয়া হয়েছে কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রক, বিশ্ববিদ্যালয়য় মঞ্জুরি কমিশন এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে একটি বৈঠকে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৩ অগস্ট ২০১৬ ০২:৫৮
Share:

আগামী অক্টোবরের মধ্যে ‘ফ্রি ওয়াইফাই জোন’ চালু হতে চলেছে গোটা বিশ্বভারতী চত্বরে।

Advertisement

সোমবার এমনই সিদ্ধান্ত নেওয়া হয়েছে কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রক, বিশ্ববিদ্যালয়য় মঞ্জুরি কমিশন এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে একটি বৈঠকে। ২৪ ঘণ্টা ওই পরিষেবা দিতে দায়িত্বপ্রাপ্ত সংস্থা বিশ্বভারতীতে এক জন সার্ভিস ইঞ্জিনিয়ারও মোতয়েন করবে। মঙ্গলবার বিশ্বভারতীর ভারপ্রাপ্ত উপাচার্য স্বপন দত্ত বলেন, “সোমবার নয়াদিল্লিতে এ নিয়ে বৈঠক হয়েছে। কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রক, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন এবং সমস্ত কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে ওয়াইফাই পরিষেবা প্রদানকারী সংস্থার একটি মউ স্বাক্ষরিত হয়েছে। পয়লা অক্টোবরের মধ্যেই গোটা বিশ্বভারতী ক্যাম্পাসে বিনামূল্যে ওয়াইফাই পরিষেবা চালু হয়ে যাবে।”

বিশ্বভারতী সূত্রের খবর, বিশ্বভারতীর ইন্টারনেট পরিষেবা নিয়ে দীর্ঘ দিনের ক্ষোভ ছিল পড়ুয়া, শিক্ষক এবং কর্মী-আধিকারিকদের মধ্যে। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংগঠন বার কয়েক এ নিয়ে উপাচার্যকে স্মারকলিপি দিয়েছে। পঠনপাঠন থেকে শুরু করে ছাত্রাবাস, অতিথি নিবাস, কেন্দ্রীয় দফতর-সহ বহু জায়গায় ইন্টারনেটের প্রয়োজন রয়েছে। সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছিলেন ভারপ্রাপ্ত উপাচার্য। সোমবারের বৈঠকে প্রসঙ্গটি তোলেন কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়গুলির উপাচার্যেরা। সেখানেই আলোচনা করে ওই সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়। পরিষেবা বাবদ আগামি পাঁচ বছরের সমস্ত খরচ কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক বহন করবে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement