স্কুলে তালা দিয়ে বিক্ষোভ

স্কুলে গিয়ে সরেজমিন সব খতিয়ে দেখেন জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান রিঙ্কু বন্দ্যোপাধ্যায়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১১ ডিসেম্বর ২০১৮ ০১:৩১
Share:

অপেক্ষা: স্কুলের সামনে পড়ুয়াদের জটলা। নিজস্ব চিত্র

সময় মতো স্কুল খোলা হয় না, এই অভিযোগে দরজা আটকে বিক্ষোভ দেখালেন কিছু বাসিন্দা।

Advertisement

সোমবার বাঁকুড়া শহরের ২৪ নম্বর ওয়ার্ডের খ্রিস্টানপল্লি বিদ্যানিকেতনের ঘটনা। স্কুল ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সেখানে এখন বার্ষিক পরীক্ষা চলছে। এ দিনও পরীক্ষা ছিল। সকাল ১১টার পরেও শিক্ষিকারা আসেননি বলে অভিযোগ পড়ুয়া ও অভিভাবকদের একাংশের। পরে শিক্ষিকারা এসে স্কুলের দরজা খুলতে গেলে তাঁরা বাধা দেন। স্থানীয় কাউন্সিলর হিরন চট্টরাজ ঘটনাস্থলে যান। প্রধান শিক্ষিকা বর্ণালি দাস ফোনে খবর পেয়ে চলে আসেন। ঘণ্টাখানেক পরে বিক্ষোভ ওঠে।

বিক্ষোভকারীদের মধ্যে রেবিনা বিবি, মিলিতা কালিন্দি, তনুশ্রী রায়েরা বলেন, “শিক্ষিকারা সময় মতো আসেন না। পড়ুয়ারা দরজার সামনে ঠায় দাঁড়িয়ে থাকে। এটা মানা যায় না।” প্রধান শিক্ষিকা বলেন, “আমি ব্যক্তিগত কারণে ছুটিতে ছিলাম। অন্য দু’জন শিক্ষিকার সময় মতোই আসার কথা। ওঁরা কেন দেরি করেছিলেন, জানতে চাইব।’’

Advertisement

স্কুলে গিয়ে সরেজমিন সব খতিয়ে দেখেন জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান রিঙ্কু বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “শিক্ষিকাদের মধ্যে সমন্বয়ের অভাব রয়েছে। ওঁদের ডেকে আলোচনা করব।” এ দিনের পরীক্ষা অবশ্য হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement