চ্যাম্পিয়ন জোজো টোলা

সাঁইথিয়া কলেজ বাগানপাড়া আদিবাসী ফুটবল তরুণ সঙ্ঘ আয়োজিত নকআউট ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হল জোজো টোলা। শনিবার ফাইনালে তারা কুতুবপুরকে ১-০ গোলে হারায়। প্রথমার্ধে ১২ মিনিটের মাথায় জোজো টোলার হয়ে খেলার একমাত্র গোলটি করেন মিঠুন মাড্ডি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২১ অগস্ট ২০১৬ ০০:৪৬
Share:

শেষ দিনের খেলা। —নিজস্ব চিত্র

সাঁইথিয়া কলেজ বাগানপাড়া আদিবাসী ফুটবল তরুণ সঙ্ঘ আয়োজিত নকআউট ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হল জোজো টোলা। শনিবার ফাইনালে তারা কুতুবপুরকে ১-০ গোলে হারায়। প্রথমার্ধে ১২ মিনিটের মাথায় জোজো টোলার হয়ে খেলার একমাত্র গোলটি করেন মিঠুন মাড্ডি। তাঁকেই ‘ম্যান অফ দ্য ম্যাচে’র পুরস্কার দেওয়া হয়। ‘ম্যান অফ দ্য সিরিজ’ হন কুতুবপুরের চন্দন মুর্মু। এলাকার ১৬টি আদিবাসী দলকে নিয়ে গত ১৩ অগস্ট থেকে স্থানীয় মুরাডিহি কলোনির মাঠে ওই প্রতিযোগিতা শুরু হয়েছিল। এ দিনই প্রতিযোগিতার চারটি কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল হয়েছে। কোয়ার্টার ফাইনালে দৈকোটা টাইব্রেকারে নেতুরকে, জোজো টোলা ১-০ গোলে বিলুটি বাগানপাড়াকে, নারায়ণঘাটি ৩-০ গোলে বনগ্রামের হরমালাকে এবং কুতুবপুত ১-০ গোলে নাঙুলিয়াকে হারিয়ে সেমিফাইনালে ওঠে। প্রথম সেমিফাইনালে জোজো টোলা টাইব্রেকারে দৈকোটাকে এবং দ্বিতীয় সেমিফাইনালে কুতুবপুর টাইব্রেকারে নারায়ঘাটিকে হারিয়ে ফাইনালে যায়। এ দিন ফাইনালের পরে উইনার্স ও রানার্স দু’দলের অধিনায়কের হাতে ট্রফি এবং আদিবাসী রীতি মেনে শুয়োর উপহার দেওয়া হয়। এ ছাড়া সেমিফাইনালে খেলা বাকি দু’টি দলকে পাঁচ কিলোগ্রাম করে পোলট্রির মাংস দেওয়া হয়েছে। আয়োজক ক্লাবের সম্পাদক শিবলাল মাড্ডি বলেন, ‘‘গত আট বছর ধরে এই টুর্নামেন্ট চলছে। আদিবাসী সমাজের ছেলেদের ফুটবলে উৎসাহ দিতেই এই প্রতিযোগিতার আয়োজন।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement