District News

কুসুমযাত্রায় নবান্ন উত্সবের প্রস্তুতি

এই গ্রামে নবান্ন উত্সব এখানে ‘নবান’ নামেই বেশি পরিচিত।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১১ ডিসেম্বর ২০১৭ ২৩:১১
Share:

কুসুমযাত্রায় নবান্নের প্রস্তুতি। নিজস্ব চিত্র।

শীত পড়ে গিয়েছে। নতুন ধানও উঠতে শুরু করেছে। গ্রামে গ্রামে শুরু হয়ে গিয়েছে নবান্ন-র প্রস্তুতি।

Advertisement

নবান্ন হল নতুন আমন ধান কাটার পর সেই চাল দিয়ে প্রথম রান্না করে উত্সব পালন করা। সাধারণত অগ্রহায়ণ মাসে আমন ধান পাকার পর এই উৎসব অনুষ্ঠিত হয়। কোনও কোনও জায়গায় মাঘ মাসেও নবান্ন উদ্‌যাপনের প্রথা রয়েছে। নবান্ন-র অর্থ হল ‘নতুন অন্ন’।

এই উত্সবেই মেতেছে বীরভূম জেলার আহমেদপুরের প্রত্যন্ত গ্রাম কুসুমযাত্রা। এই গ্রামে নবান্ন উত্সব ‘নবান’ নামেই বেশি পরিচিত। এটা গ্রামের একটি আবশ্যিক রীতি।

Advertisement

আরও পড়ুন: বিপদ এড়াতে স্কুলে স্কুলে সীমানা পাঁচিল

বাঘ, হরিণের মডেলে সাজছে সার্কিট হাউস

কী ভাবে পালন করা হয় এই উত্সব?

আমন ধান নয়, কুসুমযাত্রায় এই উত্সব পালন করা হয় নতুন গোবিন্দভোগ চাল দিয়ে। গ্রামের মহিলারা চাল কুটে তার সঙ্গে নানা উপরকরণ দিয়ে নবান্ন তৈরি করেন। এক একটা গ্রামে এক এক দিন এই উত্সব পালন হয়। মঙ্গলবার এই উত্সবেই মাতোয়ারা হবে কুসুমযাত্রা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন