মুকুল-সঙ্গ ছেড়ে ফের তৃণমূলে

কলকাতায় মুকুল রায়ের প্রকাশ্য সভায় বিজেপিতে যোগ দিয়েও সোমবার ফের তৃণমূলে ফিরলেন নানুরের দাসকল গ্রামের উপ-প্রধান প্রণব কুমার মণ্ডল ও স্থানীয় নেতা সৌমেন্দ্র পাঠক।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

বোলপুর শেষ আপডেট: ০৫ ডিসেম্বর ২০১৭ ০৬:২০
Share:

কলকাতায় মুকুল রায়ের প্রকাশ্য সভায় বিজেপিতে যোগ দিয়েও সোমবার ফের তৃণমূলে ফিরলেন নানুরের দাসকল গ্রামের উপ-প্রধান প্রণব কুমার মণ্ডল ও স্থানীয় নেতা সৌমেন্দ্র পাঠক। এ দিন বিকেলে বোলপুরে তৃণমূলের দলীয় কার্যালয়ে সাংবাদিক বৈঠকে তাঁদের দলে প্রত্যাবর্তনের কথা ঘোষণা করেন দলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল।

Advertisement

তিনি বলেন, ‘‘ভুল বুঝতে পেরে ওঁরা আজ আমার বাড়িতে আসে। আমাকে বলে, ‘দাদা ভুল করে চলে গিয়েছিলাম।’ আমি বললাম, আমরা সবাই তৃণমূল কর্মী। আমরা উন্নয়নটা বুঝি। ভুল বুঝতে পেরে ঘরের ছেলে ঘরে ফিরেছে।’’ অনুব্রত মণ্ডলের ভয়েই কি প্রত্যাবর্তন, সাংবাদিকদের এই প্রশ্নে অনুব্রত পাল্টা বলেন, ‘‘কেন ভয় পেয়ে ফিরতে যাবে? এটা কী ধরনের প্রশ্ন? মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়ন করছেন। ওঁদের গ্রামেও অনেক উন্নয়ন হয়েছে। সেটা বুঝতে পেরেই ফিরে এসেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের সামনে কোনও মুকুল-ম্যাজিক কাজ করবে না।’’

প্রসঙ্গত, কলকাতায় মুকুল রায়ের সভায় গিয়ে প্রকাশ্যে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন ওই দুই নেতা। ২৪ ঘন্টা কাটতে না কাটতেই ফের তৃণমূলে ফিরে এলেন তাঁরা।

Advertisement

বিজেপি নেতৃত্বের দাবি, ভয় দেখিয়ে, হুমকি দিয়ে তাঁদের দলে ফেরানো হয়েছে। বিজেপি জেলা সহ সভাপতি দিলীপ ঘোষ বলেন, ‘‘এটা নতুন কিছু নয়। ভয় দেখিয়ে দলে ফিরিয়েছে। এ ভাবে ভয় দেখিয়ে, হুমকি দিয়ে বেশি দিন কাউকে দলে রাখা যাবে না।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন