দোকান ভাঙার দাবিতে ঘেরাও রেঞ্জ অফিস

বনদফতরের জমিতে গড়ে ওঠা দোকান ভেঙে ফেলার দাবিতে রেঞ্জ অফিসে বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দাদের একাংশ। শুক্রবার সারেঙ্গা থানার পিড়রগাড়ি রেঞ্জ অফিসে এই দাবিতে রেঞ্জ আধিকারিক প্রদীপকুমার কুণ্ডু এবং দফতরের আরও পাঁচ জন কর্মীকে ঘেরাও করে বিক্ষোভ দেখান প্রায় ৭০ জন বাসি

Advertisement

নিজস্ব সংবাদদাতা

সারেঙ্গা শেষ আপডেট: ০৫ মার্চ ২০১৬ ০২:৩০
Share:

বনদফতরের জমিতে গড়ে ওঠা দোকান ভেঙে ফেলার দাবিতে রেঞ্জ অফিসে বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দাদের একাংশ। শুক্রবার সারেঙ্গা থানার পিড়রগাড়ি রেঞ্জ অফিসে এই দাবিতে রেঞ্জ আধিকারিক প্রদীপকুমার কুণ্ডু এবং দফতরের আরও পাঁচ জন কর্মীকে ঘেরাও করে বিক্ষোভ দেখান প্রায় ৭০ জন বাসিন্দা। এ দিন সকাল ১০টা থেকে প্রায় সাড়ে তিন ঘণ্টা ঘেরাও চলে। অফিসের সদর ফটকে তালা ঝুলিয়ে দেন বিক্ষোভকারীরা। দুপুর দেড়টা নাগাদ সারেঙ্গা থানার পুলিশ গিয়ে আধিকারিক এবং কর্মীদের ঘেরাও মুক্ত করেন।

Advertisement

বাঁকুড়া–ঝাড়গ্রাম রাজ্য সড়কের পাশে পিড়রগাড়ি মোড়ের কাছে একটি হোটেল তৈরি করেছেন এলাকার এক ব্যবসায়ী। ওই হোটেলটি বনদফতরের জমি দখল করে গড়ে উড়েছে বলে বাসিন্দাদের একাংশের অভিযোগ। সেটিকে অবিলম্বে ভেঙে ফেলার দাবিতে সরব হয়েছেন তাঁরা। তাঁদের অভিযোগ, বনদফতরের চোখের সামনে হোটেলটির নির্মাণ কাজ হলেও কোনও ব্যবস্থা নেননি দফতরের আধিকারিকেরা। চলেছে। তা সত্বেও সরকারি আধিকারিকরা কোন ব্যবস্থা নেননি। রেঞ্জ আধিকারিক বলেন, “সরকারি নিয়ম মেনে ওই হোটেলের জমি জরিপ করে দেখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকারি নিয়ম মেনে পুলিশকে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছে।’’ রেঞ্জ আধিকারিক বলেন, ‘‘এ দিন যাঁরা বিক্ষোভ দেখিয়েছেন, তাঁরাই কিছু দিন আগে ওই ব্যবসায়ীর সমর্থনে দাঁড়িয়েছিলেন।’’ এ দিন বিক্ষোভকারীরা তাঁদের হেনস্থাও করেন বলে তিনি অভিযোগ করেন। পুলিশকে পুরো বিষয়টি জানানো হয়েছে বলে রেঞ্জ আধিকারিক দাবি করেন। পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, বনদফতরের থেকে চূড়ান্ত রিপোর্ট পাওয়ার পরে এই বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন