ভোটের মুখেই কংগ্রেসে কোন্দল

কংগ্রেস সূত্রের খবর, বৈঠকে নারায়ণবাবুর অনুপস্থিত থাকায় ক্ষোভে ফেটে পড়েন দলের জেলা কমিটির সদস্যদের একাংশ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

বিষ্ণুপুর শেষ আপডেট: ০১ এপ্রিল ২০১৯ ১১:২৮
Share:

বিষ্ণুপুরের প্রার্থী নিয়ে চাপা অসন্তোষ ছিল জেলা কংগ্রেসের অন্দরে। রবিবার দলের এক কর্মিসভায় দলের প্রার্থী নারায়ণচন্দ্র খাঁর অনুপস্থিতিতে তা প্রকাশ্যে এল।

Advertisement

কংগ্রেস সূত্রের খবর, নারায়ণবাবুকে প্রার্থী করা নিয়ে দলের অন্দরে মতভেদ রয়েছে। পছন্দ-অপছন্দকে দূরে সরিয়ে নির্বাচনী লড়াইয়ের নামার জন্য রবিবার বিষ্ণুপুরে একটি সভা ডাকা হয়েছিল। অভিযোগ, নারায়ণবাবুকে জানানো হলেও তিনি সভায় উপস্থিত হননি। অন্যদিকে, প্রার্থীর দাবি, সভার খবর তাঁর কাছে ছিলই না।

কংগ্রেস সূত্রের খবর, বৈঠকে নারায়ণবাবুর অনুপস্থিত থাকায় ক্ষোভে ফেটে পড়েন দলের জেলা কমিটির সদস্যদের একাংশ। বাঁকুড়া জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক দেবু চট্টোপাধ্যায় বলেন, “আমাদের প্রার্থীকে দলের অনেকেই পছন্দ করেন না। তিনি জেলা কংগ্রেস কমিটিকে মানেন না। তাঁর সমর্থনে ডাকা সভায় তিনি আসেন না।’’ নারায়ণবাবুর দাবি, ‘‘কে কোথায় সভা ডেকেছে আমি জানি না।’’ প্রার্থীর এই মন্তব্যের জবাব দিয়ে দেবুবাবু বলেন, ‘‘আমরা জানতাম উনি মিথ্যে কথা বলবেন। তাই শুধু ফোন করেই নয়, তাঁর মোবাইলে টেক্সট মেসেজ পাঠিয়েও বৈঠকের কথা জানানো হয়েছিল। আগেও তিনি এ রকম করেছেন।’’

Advertisement

বৈঠকে উপস্থিত ছিলেন জেলা কংগ্রেসের সভাপতি নীলমাধব গুপ্ত এবং বিষ্ণুপুর লোকসভার অন্তর্গত প্রতিটি ব্লকের সভাপতি। নারায়ণের নাম প্রার্থী হিসাবে ঘোষিত হওয়ার পরই ক্ষোভপ্রকাশ করেছিলেন নীলমাধব। প্রদেশ নেতৃত্বের কাছে তিনি নালিশ জানিয়েছিলেন, গত লোকসভা ভোটের খরচের হিসাব দেননি নারায়ণ।

এদিন নীলমাধববাবুর অভিযোগ, ‘‘প্রার্থী আমাদের মানেন না। তবে জেলা কংগ্রেস কমিটিকে তো মানতেই হবে।’’ যদিও নারায়ণবাবু জানান, তিনি বিষ্ণুপুর, জয়পুর, কোতুলপুর, বড়জোড়ায় কর্মী সভা করেছেন। সেখানে দেওয়াল লিখনও চলছে। তাঁর অভিযোগ, ‘‘জেলা সভাপতি নিজেই আমার বিরুদ্ধে অপপ্রচার করছেন।’’ যার উত্তরে নীলমাধববাবু বলেন, ‘‘দলের ডাকে সাড়া না দিয়ে নিজের ইচ্ছামত প্রচার করলে দলের ভাবমূর্তি যে নষ্ট হবে, তা বোঝা উচিত। দলের সিদ্ধান্তকে মান্যতা দিয়েই রবিবার কর্মিসভা হয়েছে। সেখানে প্রার্থী অনুপস্থিত রইলেন। আমরা কেন্দ্রীয় কমিটিকে জানাব।’’

নারায়ণবাবুকে নিয়ে দলে অসন্তোষ থাকলেও কেন্দ্রীয় কমিটির নির্দেশ মেনে দলের কর্মীরা তাঁর হয়ে প্রচারে নামতে চান বলে জানিয়েছেন দেবুবাবু। তবে তাঁর প্রশ্ন, ‘‘যিনি দলের জেলা কমিটিকেই মানেন না, তিনি কী ভাবে ভোট করবেন?” নারায়ণের পাল্টা অভিযোগ, ‘‘তাঁর ডাকা কর্মিসভায় জেলা সভাপতি বা সম্পাদক হাজির থাকেন না। তবে উপস্থিত থাকেন ব্লক সভাপতিরা।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন