Lok Sabha Election 2019

বাঁকুড়ায় মনোনয়ন শুরু আজ

জেলার দুই লোকসভা আসন বাঁকুড়া ও বিষ্ণুপুরে মনোনয়ন পর্ব চলবে আগামী মঙ্গলবার পর্যন্ত। এর মাঝে শুক্রবার ও রবিবার সরকারি ছুটি হওয়ায় মনোনয়ন জমা নেওয়া বন্ধ থাকবে। মনোনয়নকে কেন্দ্র করে ঘিরে ফেলা হয়েছে জেলাশাসকের কার্যালয় চত্বর। 

Advertisement

নিজস্ব সংবাদদাতা

বাঁকুড়া শেষ আপডেট: ১৬ এপ্রিল ২০১৯ ১০:১৫
Share:

লোকসভা ভোটের ময়দানে লড়তে সমস্ত দলের প্রার্থীরাই তৈরি। এবার পালা মনোনয়ন জমা দেওয়ার। আজ মঙ্গলবার থেকেই সেই পর্ব শুরু হচ্ছে বাঁকুড়ায়।

Advertisement

জেলার দুই লোকসভা আসন বাঁকুড়া ও বিষ্ণুপুরে মনোনয়ন পর্ব চলবে আগামী মঙ্গলবার পর্যন্ত। এর মাঝে শুক্রবার ও রবিবার সরকারি ছুটি হওয়ায় মনোনয়ন জমা নেওয়া বন্ধ থাকবে। মনোনয়নকে কেন্দ্র করে ঘিরে ফেলা হয়েছে জেলাশাসকের কার্যালয় চত্বর।

সোমবার জেলায় নির্বাচনের দ্বায়িত্বে থাকা অতিরিক্ত জেলা শাসক (ভূমি ও ভূমি সংস্কার) সব্যসাচী সরকার জানান, জেলাশাসকের দফতরের ১০০ মিটার দূর পর্যন্ত কেবল রাজনৈতিক দলগুলির তিনটি করে গাড়ি ঢুকতে দেওয়া হবে। প্রার্থী-সহ মোট পাঁচজন জেলা শাসকের দফতরে মনোনয়ন জমা দেওয়ার জন্য আসতে পারবেন। বাঁকুড়া কেন্দ্রের প্রার্থীরা জেলাশাসকের দফতরে ও বিষ্ণুপুর কেন্দ্রের প্রার্থীরা অতিরিক্ত জেলা শাসকের (সাধারণ) দফতরে মনোনয়ন জমা দেবেন।

Advertisement

সব্যসাচীবাবু বলেন, “মনোনয়নকে কেন্দ্র করে কড়া পুলিশি নিরাপত্তা থাকবে। কোনও দল মিছিল করে এলে তাণতে হবে দফতরের মূল দরজা থেকে নির্দিষ্ট দূরত্বের বাইরে। তিনটির বেশি গাড়ি জেলাশাসকের দফতরের একশো মিটার দূর পর্যন্ত আসতে পারবে না।” প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, এদিনই বাঁকুড়া ও বিষ্ণুপুর কেন্দ্রের জন্য মোট দু’জন ‘এক্সপেনডিচার অবজার্ভার’ জেলায় আসার কথা।

মঙ্গলবার এসইউসির প্রার্থীরা মনোনয়ন পেশ করবেন বলে জানা গিয়েছে। দলের জেলা কমিটির সদস্য স্বপন নাগ বলেন, “মিছিল করেই প্রার্থীরা মনোনয়ন পত্র জমা দিতে যাবেন”। দুই আসনের তৃণমূল ও সিপিএম প্রার্থীরা বুধবার মনোনয়ন জমা দিতে পারেন বলে খবর। বিজেপির প্রার্থীরা বৃহস্পতিবার মনোনয়ন জমা দিতে পারেন বলে দলীয় সূত্রের খবর। ওই তিনটি দলই জানিয়েছেন, মিছিল করে মনোনয়ন পত্র জমা দিতে যাবেন প্রার্থীরা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন