Lok Sabha Election 2019

‘পোলভোট’ নিয়ে নিশানা রামচন্দ্রের

রবিবার সিউড়ি ইনডোর স্টেডিয়ামে শিক্ষক সম্মেলনে মূল বক্তা ছিলেন অনুব্রত।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১০ এপ্রিল ২০১৯ ১০:২৪
Share:

বোলপুর লোকসভা কেন্দ্রের বামপ্রার্থী রামচন্দ্র ডোম। ছবি: সংগৃহীত।

বিজেপির পরে সিপিএম। শিক্ষক সম্মেলনে অনুব্রত মণ্ডলের ‘পোলভোট' মন্তব্যের পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশনের দ্বারস্থ হওয়ার হুঁশিয়ারি দিলেন বোলপুর লোকসভা কেন্দ্রের বামপ্রার্থী রামচন্দ্র ডোম। মঙ্গলবার সিউড়িতে জেলা নির্বাচনী কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিয়ে তিনি বলেন, ‘‘এর থেকে গুরুতর অভিযোগ আর হয় না। আমরা অভিযোগ জানাব।’’

Advertisement

মঙ্গলবার বেলা ১১টা নাগাদ সিপিএম জেলা কার্যালয় থেকে বাজনা এবং বেলুন সহযোগে মিছিল করে বাম কর্মী-সমর্থকেরা কোর্ট বাজার পর্যন্ত যান। সেখান থেকে জেলাশাসকের দফতরে যান রামচন্দ্র ডোম এবং কয়েক জন বামনেতা। অতিরিক্ত জেলাশাসক (সাধারণ) প্রশান্ত অধিকারীর হাতে মনোনয়নপত্র তুলে দেন রামচন্দ্রবাবু।

মনোনয়ন জমা দেওয়া পরে তিনি বলেন, ‘‘বিজেপি ও তৃণমূল একই মুদ্রার এপিঠ-ওপিঠ। এই দুই দলের বিরুদ্ধেই আমাদের লড়াই।’’ এর পরেই তিনি অনুব্রতের ‘পোলভোট’ নিয়ে বলেন, ‘‘তাঁর (অনুব্রত) কথা রেকর্ড করা রয়েছে। এ নিয়ে আমরা অভিযোগ জানাব।’’

Advertisement

দিল্লি দখলের লড়াই, লোকসভা নির্বাচন ২০১৯

রবিবার সিউড়ি ইনডোর স্টেডিয়ামে শিক্ষক সম্মেলনে মূল বক্তা ছিলেন অনুব্রত। সে দিনের সভায় তিনি বলেন, ‘‘ভোটের দিন ভোটকর্মীদের ভয় পাওয়ার কোনও কারণ নেই। শুধু একটি অনুরোধ করব, যাঁরা প্রিসাইডিং অফিসার থাকবেন, তাঁদের বলব আমরা ‘পোলভোট’ ৫০০ থেকে ৬০০ করে নেব। আপনারা যেন সেই সুযোগ করে দেবেন।’’

বিরোধীরা তার এই ‘পোলভোট’কে ছাপ্পা ভোটের তকমা দেন। সোমবার নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানায় জেলা বিজেপি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement