Birbhum

রাস্তায় কলেজ ছাত্রীকে কুপিয়ে খুনের চেষ্টা! সুশান্তকাণ্ডের স্মৃতি উস্কে দিলেন বীরভূমের যুবক

রাস্তায় প্রকাশ্যে কলেজ ছাত্রীকে কুপিয়ে খুনের চেষ্টার অভিযোগ উঠল বীরভূমের সাঁইথিয়ায়। অভিযোগ, তরুণীকে বাঁচাতে এক দোকানদারকেও কোপান আক্রমণকারী যুবক।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

সাঁইথিয়া শেষ আপডেট: ০১ নভেম্বর ২০২৩ ১৭:৫৩
Share:

—নিজস্ব চিত্র।

রাস্তায় প্রকাশ্যে কলেজ ছাত্রীকে কুপিয়ে খুনের চেষ্টার অভিযোগ উঠল বীরভূমের সাঁইথিয়ায়। অভিযোগ, তরুণীকে বাঁচাতে এক দোকানদারকেও কোপান আক্রমণকারী যুবক। বুধবার বিকেলে ঘটনাটি ঘটেছে। পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত যুবককে আটক করা হয়েছে।

Advertisement

স্থানীয় সূত্রে খবর, জখম অবস্থায় কলেজ ছাত্রীকে স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানেই তাঁর চিকিৎসা চলছে। যে যুবকেরও বিরুদ্ধে তরুণীকে কোপানোর অভিযোগ উঠেছে, সেই যুবককে প্রথমে স্থানীয়েরাই ধরেন। পরে তাঁকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত যুবকের নাম নাজিবুল হক। কেন তরুণীর উপর আক্রমণ করলেন তিনি, জানতে চাওয়া হলে যুবককে বলতে শোনা যায়, ‘‘আমার মনে পড়ছে না!’’

প্রত্যক্ষদর্শীরা জানান, কলেজ থেকে ফেরার পথে বাস ধরার জন্য সাঁইথিয়ার তালতলা মোড়ের কাছে অপেক্ষা করছিলেন ওই ছাত্রী। সেই সময়েই অভিযুক্ত ধারালো অস্ত্র দিয়ে তাঁকে আক্রমণ করে। তা দেখে পাশের একটি মিষ্টির দোকানের মালিক ছুটে গিয়েছিলেন মেয়েটিকে বাঁচাতে। তাঁকেও কোপান নাজিবুল। তাঁর নাম গোলক বাটি। পুলিশ সূত্রে জানা গিয়েছে, জখম ছাত্রীকে সিউড়ি সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাঁর হাতে ও পায়ে আঘাত লেগেছে। মিষ্টির দোকানের গোলক চোট পেয়েছেন হাতে। তাঁকে নিয়ে যাওয়া হচ্ছে রামপুরহাট মেডিক্যাল কলেজে।

Advertisement

গত বছর মুর্শিদাবাদের বহরমপুরে একই রকমই ঘটনা ঘটেছে। রাস্তায় প্রকাশ্যে ‘প্রাক্তন প্রেমিকা’ সুতপা চৌধুরীকে কুপিয়ে খুন করেছিলেন সুশান্ত চৌধুরী। সেই ঘটনায় সম্প্রতি সুশান্তকে ফাঁসির সাজা দিয়েছে নিম্ন আদালত। এই একই ঘটনার পুনরাবৃত্তি এ বার বীরভূমেও।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
আরও পড়ুন