—প্রতিনিধিত্বমূলক ছবি।
দিন কয়েক আগেই উত্তরপ্রদেশে মিলেছিল বীরভূমের এক পরিযায়ী শ্রমিকের দেহ। তাঁকে খুন করা হয়েছে বলে অভিযোগ করেছে পরিবার। আবার সেই বীরভূমেরই আর এক পরিযায়ী শ্রমিককে ভিন্রাজ্যে খুন করা হয়েছে বলে অভিযোগ উঠল।
অন্ধ্রপ্রদেশে রেললাইনের পাশ থেকে উদ্ধার হয়েছে দুধকুমার বাগদি (১৮)-র দেহ। তাঁর বাড়ি নানুর থানা এলাকার বড়াগ্রামে। পরিবার সূত্রে খবর, বেঙ্গালুরুতে একটি রুটির কারখানায় কাজের উদ্দেশে বাড়ি থেকে বেরিয়েছিলেন দুধকুমার। বৃহস্পতিবার বিকেলে ট্রেনে করে যাওয়ার সময় তাঁকে ট্রেন থেকে ঠেলে ফেলা দেওয়া হয়েছে বলে অভিযোগ। দুধকুমারের দেহ উদ্ধারের পর রেল সুরক্ষা বাহিনী (আরপিএফ) পরিবারের সঙ্গে যোগাযোগ করে।
ঘটনার খবর পেয়ে শুক্রবার তৃণমূল নেতা তথা বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ মৃতের পরিবারের সঙ্গে দেখা করেন এবং পাশে থাকার আশ্বাস দেন। তাঁর আশঙ্কা, বাংলা বলার কারণেই খুন হয়ে থাকতে পারেন দুধকুমার। তিনি জানান, এই বিষয়ে থানায় অভিযোগ দায়ের করা হবে এবং বিষয়টি রাজ্যের নেতৃত্বকে ইতিমধ্যেই জানানো হয়েছে।
কাজল শেখ বলেন, “কী ভাবে মারা গিয়েছেন দুধকুমার, তা আমরা খতিয়ে দেখব। বাংলাভাষী শ্রমিকদের উপর এ ভাবে আক্রমণ বরদাস্ত করা হবে না।”