নজর রঘুনাথপুর শিল্পনগরীতেই: সুব্রত

তৃণমূলের দেওয়া সংখ্যা মেলাচ্ছে নির্বাচন কমিশন, কটাক্ষ সেলিমের

তৃণমূল বিরোধীদের রাখতে চায় না। বুধবার পুরুলিয়ার ট্যাক্সিস্ট্যান্ডে সভা করতে এসে সিপিএমের পলিটব্যুরো সদস্য মহম্মদ সেলিম এই মন্তব্য করেন। তিনি বলেন, ‘‘ওরা আসলে বিরোধী চায় না।’’ কলকাতার নির্বাচনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘‘তৃণমূল আর নির্বাচন কমিশনের কথাবার্তা শুনে মনে হচ্ছে ভোটটা না করলেই হতো। কালীঘাট থেকে একটা লিস্ট বের করে দিলেই তো হতো— যে এঁরা জিতেছেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

পুরুলিয়া ও রঘুনাথপুর শেষ আপডেট: ২৩ এপ্রিল ২০১৫ ০২:০৩
Share:

যুযুধান। রঘুনাথপুরে সুব্রত মুখোপাধ্যায়। ছবি: প্রদীপ মাহাতো।

তৃণমূল বিরোধীদের রাখতে চায় না। বুধবার পুরুলিয়ার ট্যাক্সিস্ট্যান্ডে সভা করতে এসে সিপিএমের পলিটব্যুরো সদস্য মহম্মদ সেলিম এই মন্তব্য করেন।

Advertisement

তিনি বলেন, ‘‘ওরা আসলে বিরোধী চায় না।’’ কলকাতার নির্বাচনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘‘তৃণমূল আর নির্বাচন কমিশনের কথাবার্তা শুনে মনে হচ্ছে ভোটটা না করলেই হতো। কালীঘাট থেকে একটা লিস্ট বের করে দিলেই তো হতো— যে এঁরা জিতেছেন। আসলে যেনতেন প্রকারেণ দখল করতে হবে। আসলে ওঁরা মানুষের রায় নিতে ভয় পাচ্ছেন।’’ তাঁর অভিযোগ, কালীঘাট থেকে সংখ্যা বলে দেওয়া হয়েছে। নির্বাচন কমিশন এখন সেই হিসেব মেলাতে ব্যস্ত। তাঁর কটাক্ষ, ‘‘অনেক বাচ্চারা যেমন ভাবে অঙ্কের বইয়ের উত্তর দেখে অঙ্ক মেলানোর চেষ্টা করে, তেমনই নির্বাচন কমিশনের অবস্থা।’’

সেলিমের অভিযোগ, রাজ্যে গুন্ডারাজ চলছে। মানুষ বুঝতে পারছেন না বামপন্থী কর্মীদের উপরে হামলা হলে সারা রাজ্যের উপরে আক্রমণ নেমে আসবে। তৃণমূল নেত্রীর ছবির প্রসঙ্গ তুলে তাঁকে কটাক্ষ করেন সেলিম। তিনি বলেন, ‘‘উনি বলেন আমি ফটাফট ছবি আঁকি আর পটাপট বিক্রি হয়ে যায়। আর সিবিআই যখন খটাখট করে তৃণমূল অফিসের কড়া নাড়ছে, তখন বলছে হিসেবের খাতা খুঁজে পাওয়া যাচ্ছে না।’’

Advertisement

সেলিম যখন সন্ধ্যায় পুরুলিয়ায় সভা করছেন প্রায় সেই সময়েই রঘুনাথপুরের ১ নম্বর ওয়ার্ডে সভা করেন তৃণমূলের রাজ্য নেতা তথা পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। তাঁর বক্তব্যে প্রত্যাশামাফিক রঘুনাথপুরের শিল্প সম্ভাবনার কথা উঠে এসেছে। তিনি বলেন, ‘‘আমাদের রাজ্য সরকার রঘুনাথপুরকে ঘিরে শিল্পনগরী গড়ে তোলার জন্য সব থেকে বেশি গুরুত্ব দিচ্ছে।’’ এই সভায় শহরের চারটি ওযার্ডের মানুষ এসেছিলেন। ভিড়ও খারাপ হয়নি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন