Money Theft

কর্মীর থেকে ব্যাঙ্কের টাকা, ল্যাপটপ ছিনিয়ে চম্পট বাঘমুণ্ডিতে, ঝাড়খণ্ড সীমানা লাগোয়া জঙ্গল থেকে ধৃত এক

স্থানীয় ব্যাঙ্ক-মিত্র গঙ্গাধর মাহাতো রাষ্ট্রায়ত্ত একটি ব্যাঙ্কের সুইসা শাখা থেকে নগদ টাকা, ল্যাপটপ, বিভিন্ন দরকারি সরঞ্জাম এবং নথিপত্র নিয়ে বাইকে চড়ে সিন্ধরি গ্রামের দিকে যাচ্ছিলেন। তখনই হয় ছিনতাই।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৭ জুন ২০২৫ ২২:৫৬
Share:

— নিজস্ব চিত্র।

এক ব্যাঙ্ককর্মীর কাছ থেকে মোটা অঙ্কের নগদ টাকা এবং ল্যাপটপ ছিনতাই করে ছিনতাইবাজদের দল গা ঢাকা দিয়েছিল ঝাড়খন্ড সীমানা লাগোয়া জঙ্গলে। কিন্তু শেষরক্ষা হল না। ছিনতাইয়ের কয়েক ঘন্টার মধ্যে ঘটনার তদন্তে নেমে ছিনতাইবাজদের গোপন ঘাঁটিতে হানা দিল পুলিশ। এক ছিনতাইবাজকে গ্রেফতার করল তারা। উদ্ধার করা হল খোয়া যাওয়া নগদ টাকা, ল্যাপটপ এবং অন্যান্য জিনিস। ঘটনাটি ঘটেছে পুরুলিয়ার বাঘমুণ্ডি থানা এলাকায়। মঙ্গলবার ধৃতকে পুরুলিয়া জেলা আদালতে হাজির করানো হলে বিচারক তাঁকে চার দিন পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দেন।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার বাঘমুণ্ডি থানার সুইসা ফাঁড়ির অন্তর্গত তুন্তুড়ি কালিমাটি রাস্তায় ছিনতাইয়ের ঘটনা ঘটে। সোমবার দুপুর ১১টা নাগাদ স্থানীয় ব্যাঙ্ক-মিত্র গঙ্গাধর মাহাতো রাষ্ট্রায়ত্ত একটি ব্যাঙ্কের সুইসা শাখা থেকে নগদ টাকা, ল্যাপটপ, বিভিন্ন দরকারি সরঞ্জাম এবং নথিপত্র নিয়ে বাইকে চড়ে সিন্ধরি গ্রামের দিকে যাচ্ছিলেন। এই ব্যাঙ্ক-মিত্রেরা গ্রামীণ এলাকায় গ্রাহকদের ব্যাঙ্কের পরিষেবা দেন। ওই ব্যাঙ্ক-মিত্র তুন্তুড়ি গ্রামের কাছাকাছি পৌঁছোতেই একটি বাইকে চড়ে তিন দুষ্কৃতী গঙ্গাধরের চলন্ত বাইকে ধাক্কা দিতে শুরু করে। ঘটনায় টাল সামলাতে না পেরে রাস্তার ধারে পড়ে যান গঙ্গাধর। এর পরই গঙ্গাধরের কাছে থাকা নগদ টাকা এবং ল্যাপটপ-সহ ব্যাগ, বাইকের চাবি ছিনিয়ে নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। ঘটনার তদন্তে নামে বাঘমুণ্ডি থানার পুলিশ।

তদন্তে নেমে স্থানীয় সূত্র কাজে লাগিয়ে পুলিশ জানতে পারে দুষ্কৃতীরা ছিনতাই করে হাজির হয়েছে ঝাড়খন্ড লাগোয়া ডাংডুং নদীর ধারের একটি ছোট জঙ্গলে। পুলিশ ওই জঙ্গলটি ঘিরে তল্লাশি শুরু করে। জঙ্গল থেকে গৌতম লোহার নামের এক অভিযুক্তকে গ্রেফতার করে। ধৃতের বাড়ি বাঘমুণ্ডি থানা এলাকায়। ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে ব্যাঙ্ক-মিত্র গঙ্গাধর মাহাতোর কাছ থেকে খোয়া যাওয়া নগদ ৫২ হাজার টাকা, একটি ল্যাপটপ-সহ অন্যান্য সরঞ্জাম ও নথিপত্র। ধৃতকে জিজ্ঞাসাবাদ করে এই ঘটনায় জড়িত অপর দু’জনের সন্ধান চালানো হবে বলে জানিয়েছে পুরুলিয়া জেলা পুলিশ। পুরুলিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশান) অভিনাশ যাধোয়ার বলেন, ‘‘ধৃতকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে তথ্য সংগ্রহ করার কাজ শুরু হয়েছে। আশা করি এই ঘটনার সঙ্গে যুক্ত অপর দুই দুষ্কৃতীকে দ্রুত গ্রেফতার করা সম্ভব হবে। ঘটনার তদন্ত চলছে।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement