নার্সিং স্কুলে খুলে গেল নতুন কেন্দ্র

রাজ্যে ২০টি নার্সিং ট্রেনিং স্কুলে ‘স্কিল ল্যাব ট্রেনিং সেন্টারে’র উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার বিকেলে জলপাইগুড়ি থেকে আনুষ্ঠানিক ভাবে তিনি সেগুলির উদ্বোধন করেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

সিউড়ি শেষ আপডেট: ২৯ মার্চ ২০১৭ ০০:৩৯
Share:

শিক্ষা। সিউড়িতে। নিজস্ব চিত্র

রাজ্যে ২০টি নার্সিং ট্রেনিং স্কুলে ‘স্কিল ল্যাব ট্রেনিং সেন্টারে’র উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার বিকেলে জলপাইগুড়ি থেকে আনুষ্ঠানিক ভাবে তিনি সেগুলির উদ্বোধন করেন। সেই উপলক্ষে সকাল থেকেই সেজে উঠেছিল সিউড়ি সদর হাসপাতালের নার্সিং ট্রেনিং স্কুল। মুখ্যমন্ত্রী উদ্বোধন করতেই চালু হয়ে গেল এই স্কুলের কেন্দ্রটিও। ওই উদ্বোধন উপলক্ষে এ দিন সেখানে উপস্থিত হয়েছিলেন জেলাশাসক পি মোহন গাঁধী, জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক হিমাদ্রী আড়ি, সভাধিপতি বিকাশ রায়চৌধুরী। বিকাশবাবু পরে বলেন, “আগামী দিনে উন্নতমানের প্রশিক্ষণের মাধ্যমে আরও ভাল স্বাস্থ্য পরিষেবা দেওয়ার লক্ষ্যেই এই কেন্দ্র চালু করা হল।’’

Advertisement

হাসপাতাল সুপার শোভন দে জানান, অত্যাধুনিক এই কেন্দ্রে মূলত দু’টি বিভাগ রয়েছে। একটি সেমিনার হল, অপরটি ল্যাবরেটরি। যেখানে জেলার বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্র তথা হাসপাতালের প্রসূতি বিভাগ, লেবার রুম ও নবজাতক বিভাগে কর্মরত নার্সদের ৩৫টি অত্যাধুনিক মডেলের সাহায্যে হাতেকলমে প্রশিক্ষণের ব্যাবস্থা করা হয়েছে। প্রতি মাসে একবার ছয় দিন ধরে মোট ১৬ জনের একটি দল এখানে প্রশিক্ষণ নিতে পারবেন। ট্রেনিং স্কুলের শিক্ষিকারা জানান, গর্ভকালীন, প্রসবকালীন, প্রসব পরবর্তী যত্ন ছাড়াও কম ওজনের সদ্যোজাত বা প্রসবকালীন খিঁচুনির ক্ষেত্রে কী কী করণীয়, তা এই অত্যাধুনিক প্রশিক্ষণ কেন্দ্রে শেখানো হবে বলে নার্সিং। প্রশিক্ষিত নার্সদের সার্টিফিকেট দেওয়া হবে। মূলত প্রসূতি মৃত্যুর হার কমানোই এই বিশেষ প্রশিক্ষণের মূল লক্ষ্য।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন