দমকল কর্মীরা আসার আগেই ওয়ার্ডে আগুন ছড়ানো রোখার কৌশল

আগুন নেভানোর অ-আ-ক-খ নার্সদের

রাজ্যের বিভিন্ন হাসপাতালে আগুন লেগে হুলস্থূল বাধছে মাঝে মধ্যেই। এই পরিস্থিতিতে পুরুলিয়া দেবেন মাহাতো সদর হাসপাতালের নার্সদের আগুন নেভানোর প্রশিক্ষণ দিলেন নিরাপত্তা কর্মীরা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

পুরুলিয়া শেষ আপডেট: ২৩ মার্চ ২০১৭ ০১:১৮
Share:

হাতে-কলমে: প্রশিক্ষণ। নিজস্ব চিত্র

রাজ্যের বিভিন্ন হাসপাতালে আগুন লেগে হুলস্থূল বাধছে মাঝে মধ্যেই। এই পরিস্থিতিতে পুরুলিয়া দেবেন মাহাতো সদর হাসপাতালের নার্সদের আগুন নেভানোর প্রশিক্ষণ দিলেন নিরাপত্তা কর্মীরা।

Advertisement

হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে এখন চালু হয়েছে এসি মেশিন। অনেক ক্ষেত্রে দেখা গিয়েছে, এসি মেশিনে সটসার্কিট হয়েও আগুন ছড়িয়েছে। তাই ওয়ার্ডে থাকা নার্সদের আগুন নেভানোর কৌশল শিখে রাখায় জোর দেওয়া হচ্ছে।

নিরাপত্তাকর্মীরা তাঁদের জানান, হঠাৎ নার্সদের চোখে পড়ল কোথাও ধোঁয়া বেরোচ্ছে, কিংবা বিদ্যুতের ওয়্যারিংয়ে আগুনের স্ফুলিঙ্গ দেখা যাচ্ছে, তখন কী ভাবে পরিস্থিতি সামাল দিতে হবে, বুধবার তা হাতে-কলমে শেখানো হল। হাসপাতালের নিরাপত্তা বিভাগের দায়িত্বে থাকা প্রশান্ত সিংহ মহাপাত্র অগ্নিনির্বাপক যন্ত্র কী ভাবে ব্যবহার করতে হয়, তা দেখান। তিনি জানান, নার্সরা প্রথম অবস্থাতেই কিছুটা সামাল দিলে অগ্নিনির্বাপণের কাজ অনেক সহজ হয়ে যাবে। হাসপাতালের সহকারী সুপার শান্তনু মুখোপাধ্যায় বলেন, ‘‘নবজাত শিশুর পরিচর্যা কেন্দ্র বিভাগে ১৪টি এসি মেশিন রয়েছে। বিভিন্ন বিভাগে বিদ্যুতের ওয়্যারিংও রয়েছে। যে কোনও সময় দুর্ঘটনা ঘটতে পারে। ওয়ার্ডে ডিউটি করেন, হঠাৎ কোনও ভাবে আগুন লাগলে তাঁরা কী করবেন, সেই প্রশিক্ষণই দেওয়া হচ্ছে।’’

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন