Bomb Blast At Margram

ঘুঁটে তুলতে গিয়ে বোমা ফেটে হাত উড়ল প্রৌঢ়ের! এ বার বীরভূমের মাড়গ্রাম, এলাকায় উত্তেজনা

পরিবারের দাবি, আহত রঙ্গলাল মাল বর্তমানে কোনও রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নন। কারও সঙ্গে তাঁর ব্যক্তিগত শত্রুতাও নেই। বিস্ফোরণের ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:২২
Share:

বোমা বিস্ফোরণের পর ঘটনাস্থলে মাড়গ্রাম থানার পুলিশ। —নিজস্ব চিত্র।

আবার বোমা বিস্ফোরণের ঘটনা বীরভূমে। এ বার ঘটনাস্থল মাড়গ্রাম থানার বামদেবপুর গ্রাম। বোমা ফেটে গ্রানের এক বাসিন্দার হাত উড়ে গিয়েছে বলে খবর। মঙ্গলবার বিকেলে ওই ব্যক্তিকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন তিনি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Advertisement

স্থানীয় সূত্রের খবর, জখম ব্যক্তির নাম রঙ্গলাল মাল। মঙ্গলবার তিনি বাড়ির সামনে মজুত করে রাখা ঘুঁটে তুলতে গিয়েছিলেন। কিন্তু শুকনো ওই ঘুঁটের মধ্যে লুকিয়ে রাখা ছিল বিস্ফোরক। একটি ঘুঁটে তোলার পর সেটা বিকট শব্দ করে ফেটে যায়। বোমার আঘাতে রঙ্গলালের ডান হাতের কব্জি উড়ে যায়। বিস্ফোরণের শব্দ এবং রঙ্গলালের আর্ত চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে যান। রক্তাক্ত অবস্থায় ওই প্রৌঢ়কে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসা চলছে তাঁর। তবে কী ভাবে গৃহস্থের বাড়ির সামনে বিস্ফোরক এল, তা এখনও জানা যায়নি।

পরিবারের দাবি, আহত রঙ্গলাল বর্তমানে কোনও রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নন। কারও সঙ্গে তাঁর ব্যক্তিগত শত্রুতাও নেই। তাই কে বা কারা বাড়ির সামনে বোমা রেখে গিয়েছেন, তা সকলের অজানা। ইতিমধ্যে ঘটনাস্থলে গিয়েছে পুলিশ। তদন্ত চলছে। আহতের পরিবার এবং প্রতিবেশীদের জিজ্ঞাসাবাদ চলছে।

Advertisement

গত কয়েক দিন ধরে বীরভূম জুড়ে নানা অশান্তির খবর সামনে এসেছে। শাসকদলের গোষ্ঠীকোন্দলে বোমাবাজি থেকে পিটিয়ে খুনের মতো অভিযোগ উঠে এসেছে। এ বার বিস্ফোরণকাণ্ডে উত্তেজনার সৃষ্টি হয়েছে মাড়গ্রাম এলাকায়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement