অতিথিকে সোনার চেন থেকে আংটি

জেলার ১৯টির মধ্যে ৬টি পঞ্চায়েত সমিতির বোর্ড গঠন এবং সভাপতি ও সহ সভাপতি নির্বাচন হয়েছিল সোমবার।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০১৮ ১২:১৩
Share:

প্রতীকী ছবি।

পঞ্চায়েত সমিতির সভাপতি, সহ সভাপতি নির্বাচনে উপস্থিত অতিথিদের সোনার চেন, সোনার আংটি দেওয়া হল খয়রাশোলে। এর আগে বিধানসভা ভোটে দলের জয়ের পরে বীরভূমের তৃণমূল কর্মীদের বিভিন্ন সংগঠন জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে সোনা, রুপোর মুকুট ও তরোয়াল উপহার দিয়েছিলেন। খয়রাশোল থেকেই গত নভেম্বরে দেওয়া ছিল রুপোর মুকুট ও সিংহাসন।

Advertisement

শুধু উপহার নয়। পুজোর ক’টা দিন আগে বোর্ড গঠনকে ঘিরে ঢাকের আওয়াজেও মুখর হয় খয়রাশোল। চমক ছিল ঢাকিতেও। উত্তর ২৪ পরগণার মসলন্দপুর থেকে আসা গোলাপি শাড়ি পড়া আট মহিলা ঢাকি সকাল ৯টা থেকে বেলা ২টো পর্যন্ত সমানে বাজিয়ে গেলেন ঢাক। ক সভাপতি দীপক ঘোষ রাখঢাক না রেখেই বলছেন, ‘‘সকলকে ছাপিয়ে যেতেই ওই সব চমক ছিল।’’

জেলার ১৯টির মধ্যে ৬টি পঞ্চায়েত সমিতির বোর্ড গঠন এবং সভাপতি ও সহ সভাপতি নির্বাচন হয়েছিল সোমবার। সেই তালিকায় ছিল দুবরাজপুর, সিউড়ি ১, মহম্মদবাজার, ময়ূরেশ্বর ১ ও ২ এবং বোলপুর শ্রীনিকেতন পঞ্চায়েত সমিতি। মঙ্গলবার বোর্ড গঠন অনুষ্ঠান ছিল নলহাটি ১ ও ২ ইলামবাজার, লাভপুর, সাঁইথিয়া এবং খয়রাশোলে। খয়রাশোল পঞ্চায়েত সমিতির সভাপতি হলেন শ্যামল গায়েন, সহ সভানেত্রী অসীমা ধীবর। অসীমাদেবী গতবারে সভানেত্রী ছিলেন।

Advertisement

উপহারে সোনার জিনিস দেওয়াকে কটাক্ষ করেছে বিজেপি, সিপিএমের মতো বিরোধীরা। বিজেপির এক নেতার কথায়, ‘‘এ সবে মন না দিয়ে উন্নয়নে খরচ করলে জেলাবাসীর লাভ হত। কিন্তু, এখানে কার কথা আর কে শোনে!’’

এ দিন লাভপুর পঞ্চায়েত সমিতিরও সভাপতি নির্বাচন হয়। সভাপতি হন জামনা পঞ্চায়েতের প্রাক্তন প্রধান ছবি পাল। কৈচড়া গ্রামের বাসিন্দা ছবিদেবী তৃণমূল পরিচালিত জামনা পঞ্চায়েতের উপপ্রধান ছিলেন। সহ সভাপতি হন শোভন চৌধুরী। এর আগে শোভনবাবু ওই একই পদে ছিলেন। পঞ্চায়েত সমিতির সভাপতি হিসেবে দলের অন্দরে ফরওয়ার্ড ব্লকের প্রাক্তন নেতা তথা তৃণমূলের জেলা সহ-সভাপতি আব্দুল মান্নানের পুত্রবধূ সাবিনা খাতুনের নাম শোনা গিয়েছিল। দলের একাংশে তাতে তীব্র অসন্তোষ সৃষ্টি হয়। দলের অন্দরের খবর, তার জেরেই ছবিদেবীকে সভাপতি করা হয়। সাবিনাকে অবশ্য পঞ্চায়েত সমিতির একটি গুরুত্বপূর্ণ দফতরের কর্মাধ্যক্ষ করা হচ্ছে বলে খবর। অন্য দিকে, ইলামবাজার ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতির দায়িত্ব গ্রহণ করলেন রবিলাল কিস্কু। সহ-সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে মহম্মদ জাফারুল ইসলামকে। তাঁদের দু’জনকেই মঙ্গলবার শপথবাক্য পাঠ করান ইলামবাজারের বিডিও দেবদুলাল বিশ্বাস। বোলপুর-শ্রীনিকেতন ব্লকে বোর্ড গঠন হয় সোমবার। পঞ্চায়েত সমিতির সভাপতি হয়েছেন জুলেখা মণ্ডল এবং সহ-সভাপতি মিহির রায়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন