দখল সরাতে রাস্তায় পুলিশ

রাস্তা দখলমুক্ত করতে পথে নামল পুলিশ। বুধবার থেকে ঝালদা মেইন রোডের পাশ থেকে অবৈধ দখলদার হঠানোর কাজ শুরু হয়েছে। পুলিশ জানিয়েছে, সম্প্রতি যানজটের সমস্যা নিয়ে জনপ্রতিনিধি এবং নাগরিক সমাজের প্রতিনিধিদের নিয়ে একটি বৈঠকে বেআইনি দখল সরানোর সিদ্ধান্ত হয়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

ঝালদা শেষ আপডেট: ২১ জুলাই ২০১৬ ০১:২৮
Share:

চলছে পুলিশি অভিযান। —নিজস্ব চিত্র

রাস্তা দখলমুক্ত করতে পথে নামল পুলিশ। বুধবার থেকে ঝালদা মেইন রোডের পাশ থেকে অবৈধ দখলদার হঠানোর কাজ শুরু হয়েছে। পুলিশ জানিয়েছে, সম্প্রতি যানজটের সমস্যা নিয়ে জনপ্রতিনিধি এবং নাগরিক সমাজের প্রতিনিধিদের নিয়ে একটি বৈঠকে বেআইনি দখল সরানোর সিদ্ধান্ত হয়। তার পরে রাস্তা থেকে দখল তোলার জন্য এলাকায় ঘোষণা করা হয়। এ দিন অবৈধ দখল সরাতে এলাকায় যান পুলিশকর্মী এবং আধিকারিকেরা।

Advertisement

পুরুলিয়া-রাঁচি রাস্তায় যানজট পুর শহরের রোজকার সমস্যা। এই রাস্তার ধারে রয়েছে শহরের প্রধান বাজার, বাসস্ট্যান্ড, পুরসভা, স্কুল-সহ বিভিন্ন অফিস কাছারি। কিন্তু রাস্তা দখল করে দোকানপাট গড়ে ওঠা এবং যত্রতত্র গাড়ি দাঁড় করিয়ে রাখার ফলে ওই রাস্তায় নিয়মিত যানজট লেগে থাকে। ঝালদা পুরসভার পুরপ্রধান মধুসূদন কয়াল বলেন, ‘‘ঝালদা-রাঁচি রাস্তাটি দখলমুক্ত করার সিদ্ধান্ত হয়েছিল। এটি সাধারণ মানুষের দীর্ঘ দিনের দাবি ছিল। সেই মোতাবেক পুলিশ পদক্ষেপ করছে।’’ ঝালদার বাসিন্দা সোমনাথ চট্টোপাধ্যায় বলেন, ‘‘রাস্তার যা অবস্থা হয়েছে, হাটের দিনে মাছি গলার জো থাকে না। দখল সরাতে পারলে সমস্যা অনেকটাই মিটবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন