Police

নজরদারি চালিয়ে গাঁজা উদ্ধার পুলিশের, ধৃত ২

পুলিশের দাবি, ধৃতদের থেকে ১ ক্যুইন্টাল ২২ কেজি গাঁজা উদ্ধার হয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

সিউড়ি শেষ আপডেট: ০৪ নভেম্বর ২০২০ ০৩:৩২
Share:

উদ্ধার: এ ভাবেই পাচার হচ্ছিল গাঁজা। নিজস্ব চিত্র।

গাঁজা পাচারের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে সোমবার সন্ধ্যায় দু’জনকে গ্রেফতার করল দুবরাজপুর থানার পুলিশ। ধৃতদের থেকে প্রচুর পরিমাণে গাঁজা উদ্ধার হয়েছে। পুলিশ জানায়, ধৃতদের নাম তাপস গড়াই এবং দীপক গড়াই। দু’জনেরই বাড়ি দুবরাজপুর পুরএলাকার কলুপাড়ায়।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার সন্ধ্যায় কুখুটিয়া গ্রামের কাছে একটি মারুতি ভ্যানে করে গাঁজা পাচারের চেষ্টা হচ্ছিল। নাকা চেকিং এর সময় সময় হাতে নাতে ধরা পড়ে তারা। পুলিশের দাবি, ধৃতদের থেকে ১ ক্যুইন্টাল ২২ কেজি গাঁজা উদ্ধার হয়েছে। পুলিশ জানিয়েছে, গাঁজা পাচারে যুক্ত সন্দেহে বেশ কিছুদিন ধরেই নজরদারিতে ছিল ওই ব্যক্তিরা। গাঁজা পাচারের দায়ে আগেও একজন ধরা পড়েছিল। রবিবার সেই সূত্র ধরে এগোতেই সাফল্য মেলে। সোমবার সিউড়ির বিশেষ আদালতে তুলে ৭ দিনের জন্য ধৃতদের নিজেদের হেফাজতে চেয়েছিল পুলিশ। আদালতও ধৃতদের পাঁচদিনের ৫ দিনের পুলিশি হেফাজন মঞ্জুর করেছে। মাদক কারবারারের জাল কতটা গভীরে জানতেই ধৃতকে আরও জেরা করা প্রয়োজন মনে করছে পুলিশ।

বীরভূমে গাঁজার করবার নতুন কিছু নয়, আগেও একধিকবার শহরের বিভিন্ন বাড়িতে তল্লাশি চালিয়ে মজুদ রাখা প্রচুর পরিমাণে বেআইনি গাঁজা উদ্ধার হয়েছিল। রাজনগর, সদাইপুর ও দুবরাজপুরে অতীতেও প্রচুর পরিমাণ গাঁজা উদ্ধার হয়েছে। ধরা পড়েছে কারবারে যুক্তরা। তারপরও গাঁজার কারবার বন্ধ করা যায়নি। কী ভাবে কোন পথে বেআইনি গাঁজার কারবার চলছে তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন এক পুলিশ কর্তা।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন