সাত তারিখ আসছেন প্রণব

বাড়ির পুজোয় যোগ দিতে আগামী ৭ অক্টোবর ষষ্ঠীর দিনে কীর্ণাহারের মিরিটি গ্রামে আসার কথা রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের। পরের দিন মুর্শিদাবাদের নবগ্রামে মিলিটারি স্টেশনের উদ্বোধন-সহ সিউড়িতে দু’টি অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা। ১১ তারিখ ফেরার কথা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

বোলপুর শেষ আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০১৬ ০১:৫৯
Share:

বাড়ির পুজোয় যোগ দিতে আগামী ৭ অক্টোবর ষষ্ঠীর দিনে কীর্ণাহারের মিরিটি গ্রামে আসার কথা রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের। পরের দিন মুর্শিদাবাদের নবগ্রামে মিলিটারি স্টেশনের উদ্বোধন-সহ সিউড়িতে দু’টি অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা। ১১ তারিখ ফেরার কথা। তাঁর সম্ভাব্য সফর এবং কর্মসূচির কথা জানিয়ে জেলা প্রশাসনের কাছে চিঠি পাঠিয়েছে রাষ্ট্রপতি ভবন।

Advertisement

রাষ্ট্রপতির সফর কালে যাতে কোনও অসুবিধে না হয় তার জন্যে উদ্যোগী প্রশাসনও। তাঁর নিরাপত্তা, চলাফেরার রাস্তায় যানজট-সহ সার্বিক ব্যবস্থাপনা নিয়ে ইতিমধ্যেই বার কয়েক বৈঠক করেছে পুলিশ-প্রশাসন। বোলপুরের এসডিও শম্পা হাজরা বলেন, “প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছি।”

জঙ্গিপুরের কংগ্রেস সাংসদ তথা রাষ্ট্রপতি পুত্র অভিজিৎ মুখোপাধ্যায় বলেন, “৮ অক্টোবর নবগ্রামে একটি মিলিটারি স্টেশনের উদ্বোধন অনুষ্ঠানে যোগ দেবেন রাষ্ট্রপতি। অনুষ্ঠান সেরে সিউড়ির দু’টি অনুষ্ঠানেও যাওয়ার কথা।’’ সিউড়ি পুরসভার উদ্যোগে রাষ্ট্রপতির বাবা তথা প্রয়াত স্বাধীনতা সংগ্রামী কামদাকিঙ্কর মুখোপাধ্যায়ের স্মৃতিতে একটি অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। জেলা প্রশাসন সূত্রের খবর, ৯ অক্টোবর কীর্ণাহারে খাদিভবনের একটি অনুষ্ঠানেও যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর। প্রণববাবুর স্ত্রী প্রয়াত শুভ্রাদেবী সেখানে সদস্যা ছিলেন। মিরিটিতে থাকার সময়ে প্রয়োজনে দিদির বাড়ি পরোটা এবং দাদার বাড়ি বোলপুরেও যেতে পারেন তিনি। সফরের জন্যে কীর্ণাহার থেকে বোলপুর, সিউড়ি এবং বহরমপুর যাওয়ার সড়কও প্রস্তুত রাখছে প্রশাসন। কীর্ণাহার, সিউড়ি, বহরমপুর এবং প্রয়োজনের জন্যে শান্তিনিকেতনেও থাকছে হেলিপ্যাড।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
আরও পড়ুন