India-US Trade Deal

‘দ্বিপাক্ষিক সহযোগিতা’ নিয়ে ফোনে আলোচনা মোদী-ট্রাম্পের, এ বার কি ভারত-মার্কিন বাণিজ্যচুক্তিতে ঐকমত্য?

প্রধানমন্ত্রী এক্স পোস্টে লিখেছেন, ‘‘উষ্ণ এবং আকর্ষণীয় কথোপকথন হয়েছে। আমরা আমাদের দ্বিপাক্ষিক সম্পর্কের অগ্রগতি পর্যালোচনার পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক উন্নয়ন নিয়ে আলোচনা করেছি।’’

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১১ ডিসেম্বর ২০২৫ ২২:৩৯
Share:

(বাঁ দিকে) নরেন্দ্র মোদী এবং ডোনাল্ড ট্রাম্প (ডান দিকে)। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

বাণিজ্যচুক্তি ঘিরে টানাপড়েন এবং শুল্কযুদ্ধের আবহে আবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কথা হল। বৃহস্পতিবার টেলিফোনে দুই রাষ্ট্রনেতা নয়াদিল্লি-ওয়াশিংটন কৌশলগত অংশীদারির অগ্রগতি পর্যালোচনা করেছেন বলে বিদেশ মন্ত্রক সূত্রের খবর। পাশাপাশি বাণিজ্য-সহ বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা ধারাবাহিক ভাবে জোরদার করার বিষয়েও তাঁরা ইতিবাচক আলোচনা করেছেন বলে বিদেশমন্ত্রকের তরফে জানানো হয়েছে।

Advertisement

প্রধানমন্ত্রী এক্স পোস্টে লিখেছেন, ‘‘উষ্ণ এবং আকর্ষণীয় কথোপকথন হয়েছে। আমরা আমাদের দ্বিপাক্ষিক সম্পর্কের অগ্রগতি পর্যালোচনার পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক উন্নয়ন নিয়ে আলোচনা করেছি।’’ সরকারি বিবৃতিতে বলা হয়েছে, বাণিজ্য, গুরুত্বপূর্ণ প্রযুক্তি হস্তান্তর, জ্বালানি, প্রতিরক্ষা, নিরাপত্তা-সহ গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলিতে সহযোগিতা সম্প্রসারণ নিয়ে আলোচনা করেছেন মোদী এবং ট্রাম্প।

গত সপ্তাহে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ভারত সফরের সময়ই থমকে থাকা দ্বিপাক্ষিক বাণিজ্যচুক্তি নিয়ে আলোচনার জন্য প্রতিনিধিদল পাঠানোর ঘোষণা করেছিল ট্রাম্প সরকার। তার পরে বৃহস্পতিবার সরাসরি মোদীর সঙ্গে টেলিফোনে কথা বললেন তিনি। নয়াদিল্লি-মস্কো সখ্য বৃদ্ধিতে আমেরিকার উপর চাপ বাড়তে পারে বলে আগেই পূর্বাভাস দিয়েছিলেন কূটনৈতিক পর্যবেক্ষকদের একাংশ। ট্রাম্পের এই পদক্ষেপে তারই ইঙ্গিত দেখছেন অনেকে। প্রসঙ্গত, গত সপ্তাহেই ট্রাম্প ‘আমেরিকার বাজার দরের থেকে কম দামে ভারত সেখানে চাল রফতানি করে’— এই অভিযোগ তুলে শুল্ক বাড়ানোর হুমকি দিয়েছিলেন। এর আগে রাশিয়ার থেকে তেল কেনার ‘অপরাধে’ ভারতীয় পণ্যে জরিমানা-সহ ৫০ শতাংশ শুল্ক বসিয়েছেন ট্রাম্প।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement