Pakistani Boat

সন্দেহজনক পাকিস্তানি নৌকা গুজরাত সৈকতের কাছে! ১১ যাত্রী-সহ আটক করল উপকূলরক্ষী বাহিনী, চলছে তদন্ত

উপকূলরক্ষী বাহিনী জানিয়েছে, ভারতীয় ‘এক্সক্লুসিভ ইকনমিক জ়োন’-এর মধ্যে বেআইনি ভাবে অনুপ্রবেশের অভিযোগে বুধবার একটি পাকিস্তানি নৌকা এবং তাতে সওয়ার ১১ পাক নাগরিককে গ্রেফতার করা হয়েছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১১ ডিসেম্বর ২০২৫ ১৮:৫০
Share:

প্রতিনিধিত্বমূলক ছবি।

গুজরাত উপকূলের থেকে ১১ জন পাকিস্তানি নাগরিক-সহ একটি নৌকাকে আটক করল ভারতীয় উপকূলরক্ষী বাহিনী। আরব সাগর থেকে আটক হওয়া এই নৌকাটি পাক মৎস্যজীবীদের বলেই মনে করা হচ্ছে। তবে নেপথ্যে অন্য কোনও চক্রান্ত আছে কি না, তা খতিয়ে দেখার জন্য ধৃতদের গুজরাত উপকূলে নিয়ে আসা হয়েছে।

Advertisement

উপকূলরক্ষী বাহিনীর তরফে বৃহস্পতিবার জানানো হয়েছে, ভারতীয় ‘এক্সক্লুসিভ ইকনমিক জ়োন’-এর মধ্যে বেআইনি ভাবে অনুপ্রবেশের অভিযোগে বুধবার রাতে একটি পাকিস্তানি নৌকা এবং তাতে সওয়ার ১১ পাক নাগরিককে গ্রেফতার করা হয়েছে। কী উদ্দেশ্যে পাক জলযানটি গুজরাত উপকূলের কাছাকাছি এসেছিল, তা খতিয়ে দেখার জন্য ধৃতদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তাঁরা নিজেদের মৎস্যজীবী বলে দাবি করে ভুল করে ভারতীয় জলসীমায় ঢুকে পড়ার কথা জানিয়েছেন।

এর পরে ধৃতদের গুজরাটের জাখাউ মেরিন পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন উপকূলরক্ষী বাহিনীর গুজরাত বিভাগের ভারপ্রাপ্ত মুখপাত্র উইং কমান্ডার অভিষেককুমার তিওয়ারি। প্রসঙ্গত, ২০০৮ সালে আরব সাগর দিয়েই ভারতীয় জলসীমায় ঢুকে মুম্বইয়ে ২৬/১১ হামলা চালিয়েছিল পাক জঙ্গিগোষ্ঠী লশকর-এ-ত্যায়বার আত্মঘাতী বাহিনী। গত কয়েক বছরে বেশ কয়েক বার গুজরাত উপকূলে মাদকবোঝাই পাক জলযান ধরা পড়েছে উপকূলরক্ষীদের হাতে। অভিযোগ, আন্তর্জাতিক সমুদ্র আইন লঙ্ঘন করে মাছ ধরা পাক ট্রলারগুলিও প্রায়শই ভারতীয় জলসীমায় ঢুকে পড়ে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement