মক্কায় হজযাত্রীদের জমায়েত। —ফাইল চিত্র।
২০২৬ সালের হজযাত্রার নতুন সরকারি নির্দেশিকা প্রকাশ করল সৌদি আরব। হজের পবিত্রতা রক্ষা এবং ভিড় নিয়ন্ত্রণের উদ্দেশ্যে একাধিক নতুন বিধিনিষেধ জারি করা হয়েছে ওই নির্দেশিকায়।
সৌদি সরকারি হাজি ও উমরা মন্ত্রক জানিয়েছে, মক্কার মসজিদ আল-হারাম এবং মদিনার মসজিদ আল-নববি চত্বরে কোনও ফোটো বা ভিডিয়ো তোলা যাবে না। নির্দেশিকায় বলা হয়েছে, ২০২৬ সালের হজযাত্রায় অংশ নেওয়ার জন্য যাঁরা লটারির মাধ্যমে সুযোগ পাবেন তাঁদের এ নিয়ম মানা বাধ্যতামূলক।
মোবাইল ফোন বা ক্যামেরা ব্যবহার করেই দুই পবিত্র মসজিদের চত্বরে ছবি তোলা সম্পূর্ণ ভাবে নিষিদ্ধ থাকবে জানিয়ে সরকারি নির্দেশিকায় বলা হয়েছে, ‘‘পবিত্র স্থানের মর্যাদা রক্ষা এবং হাজিদের অনুভূতির প্রতি সম্মান জানাতেই যে কোনও পদ্ধতিতে ছবি তোলার উপরেই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।’’ সৌদি সরকারের একটি সূত্র উদ্ধৃত করে প্রকাশিত খবরে দাবি, গত কয়েক বছরে হজযাত্রীদের একাংশের মধ্যে মোবাইল ফোনে ছবি ও ভিডিয়ো তোলার প্রবণতা বেড়েছে। ফলে ধর্মীয় রীতিনীতি পালন ও ভিড় নিয়ন্ত্রণে সমস্যা হচ্ছে।