Vidyasagar Bridge Close

বিদ্যাসাগর সেতুতে যান চলাচল এ বার ৮ ঘণ্টা বন্ধ থাকবে! কলকাতা পুলিশ বিজ্ঞপ্তি জারি করে দিন ও কারণ জানাল

প্রশাসনিক সূত্রের খবর, ১৯৯২ সালে উদ্বোধনের পর থেকে সেতু রক্ষণাবেক্ষণের কাজ হলেও, সেতুর ঝুলন্ত কেব্‌ল বদলানোর কাজ কখনও হয়নি। গত অগস্ট মাস থেকে সেই কাজই শুরু হয়েছে।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১১ ডিসেম্বর ২০২৫ ১৮:৪৭
Share:

বিদ্যাসাগর সেতু। —ফাইল চিত্র।

আগামী রবিবার (১৪ ডিসেম্বর) ৮ ঘণ্টা বিদ্যাসাগর সেতু (দ্বিতীয় হুগলি সেতু)-তে বন্ধ থাকবে যান চলাচল। কলকাতা পুলিশের তরফে বৃহস্পতিবার একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে, মেরামত এবং রক্ষণাবেক্ষণের কাজের জন্যই আবার যান চলাচল বন্ধ করা হচ্ছে।

Advertisement

রবিবার ভোর ৬টা থেকে দুপুর ২টো পর্যন্ত বিদ্যাসাগর সেতু দিয়ে সমস্ত রকম যানবাহন চলাচল পুরোপুরি বন্ধ থাকবে বলে কলকাতা পুলিশ জানিয়েছে। প্রসঙ্গত, গত অগস্ট মাস থেকে প্রায় প্রতি সপ্তাহান্তেই বিদ্যাসাগর সেতুতে যান চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে। সপ্তাহের বাকি দিনগুলিতে, অর্থাৎ সোম থেকে শুক্রবার পর্যন্ত এই সেতুতে যানবাহন চাপ বেশি থাকে। দিনে অন্তত এক লক্ষ গাড়ি যাওয়া-আসা করে এই সেতু দিয়ে। তা নজরে রেখেই সেতু সংস্কারের কাজের জন্য সপ্তাহান্ত বেছে নেওয়া হয়েছে।

কোনও সপ্তাহে শুধু রবিবার দিনের বেলার একটা বড় সময়, আবার কোনও সপ্তাহে শনি এবং রবিবার মিলিয়ে অন্তত ১৬-১৭ ঘণ্টা বন্ধ রাখা হয় সেতু। তার জন্য কলকাতা পুলিশ এবং হাওড়া পুলিশ বিকল্প রুটের ব্যবস্থাও করে। তবে আগামী রবিবার যান চলাচল বন্ধ রাখা হবে ৮ ঘণ্টা। প্রশাসনিক সূত্রের খবর, ১৯৯২ সালে উদ্বোধনের পর থেকে সেতু রক্ষণাবেক্ষণের কাজ হলেও, সেতুর ঝুলন্ত কেব্‌ল বদলানোর কাজ কখনও হয়নি। এ বার সেই কাজই শুরু হয়েছে। বিদ্যাসাগর সেতুকে ধরে রেখেছে মোট ১৫২টি কেব্‌ল। প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, আপাতত প্রথম পর্যায়ে ১৯টি কেব্‌ল বদলানোর পরিকল্পনা হয়েছে। সেইমতোই কাজ চলছে। প্রতিটি কেব্‌ল বদলাতে প্রায় এক মাস সময় লেগে যায়। স্থির হয়েছে, আগামী বছর অর্থাৎ ২০২৬ সালের ৩১ মে-র ম‌ধ্যে এই পর্যায়ের কাজ শেষ করা হবে। তবে এই সময়সীমা প্রয়োজনে বাড়ানোও হতে পারে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement