Protest

প্রতিবাদে পথে বাম-কংগ্রেস

মঙ্গলবার সকালে কয়েকশো বাম ও কংগ্রেসের নেতা-কর্মী সিউড়ি চাঁদমারি মাঠের কাছে থেকে প্রতিবাদ মিছিল শুরু করেন। মিছিল পোস্ট অফিস মোড়ে গিয়ে শেষ হয়।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৭ অক্টোবর ২০২০ ০৪:৪২
Share:

নিজস্ব চিত্র।

উত্তরপ্রদেশের হাথরসে দলীয় নেতাদের পুলিশি হেনস্থা, কেন্দ্রীয় কৃষি আইন এবং রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে বীরভূমের বিভিন্ন প্রান্তে বিক্ষোভ ও ধিক্কার মিছিল করল বাম এবং কংগ্রেস।

Advertisement

মঙ্গলবার সকালে কয়েকশো বাম ও কংগ্রেসের নেতা-কর্মী সিউড়ি চাঁদমারি মাঠের কাছে থেকে প্রতিবাদ মিছিল শুরু করেন। মিছিল পোস্ট অফিস মোড়ে গিয়ে শেষ হয়। সেখানে বেশ কিছুক্ষণ অবস্থান বিক্ষোভ করেন তাঁরা। বাম নেতা দীপঙ্কর চক্রবর্তী বলেন, ‘‘উত্তরপ্রদেশের ঘটনায় নীরব থেকেছেন সেখানকার মুখ্যমন্ত্রী, দেশের প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী। এটা লজ্জার ব্যাপার। আর আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী উত্তরপ্রদেশের ঘটনায় প্রতিবাদ করেছেন কিন্তু আমাদের রাজ্যে যখন ওই ধরনের ঘটনা হচ্ছে, তখন নীরব থাকছেন। তাই এই দুইয়ের প্রতিবাদে আমাদের এই বিক্ষোভ এবং ধিক্কার মিছিল।’’

এ দিন সকালে সাঁইথিয়ার গদাধরপুর বাসস্ট্যান্ড থেকে প্রতিবাদ মিছিল করে এসএফআই-ও। মিছিলে উপস্থিত ছিলেন সংগঠনের জেলা সম্পাদক ওয়াসিফ ইকবাল, জেলা সভাপতি দেবাশিস সরকার-সহ লোকাল নেতৃত্ব ও এলাকার ছাত্র-ছাত্রীরা। ওয়াসিফ বলেন, ‘‘হাথরসের ঘটনার সঙ্গে যারা যুক্ত, তাদের কঠোর শাস্তির দাবি জানাচ্ছি আমরা।’’ কীর্ণাহারেও পথসভা ও প্রতিবাদ মিছিল করে কংগ্রেস। দলের জেলা কমিটির সাধারণ সম্পাদক রথীন সেন, নানুর ব্লক কংগ্রেসের আহ্বায়ক অভিজিৎ সাহার নেতৃত্বে প্রায় ১০০ জন কর্মী-সমর্থক ওই কর্মসূচিতে যোগ দেন।

Advertisement

হাথরস-কাণ্ডের প্রতিবাদে এ দিন লাভপুরে মিছিল করে সিপিএম। দলের জেলা কমিটির সদস্য পল্টু কোঁড়া, এরিয়া কমিটির সম্পাদক মানিক মণ্ডল, মাহফুজুল করিমের নেতৃত্বে কর্মী-সমর্থকেরা মিছিলে শামিল হন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন