জেলা সভাধিপতি সৃষ্টিধর মাহাতোর বিরুদ্ধে সাংবাদিকদের উদ্দেশ্যে আপত্তিকর কথা বলার অভিযোগ ওঠায় প্রতিবাদে পথে নামলেন জেলার সাংবাদিকেরা। বুধবার বিকেলে পুরুলিয়া জেলা পরিষদ থেকে মৌনী মিছিল করে জেলাশাসকের কাছে যান তাঁরা। জেলাশাসক তন্ময় চক্রবর্তীর হাতে সাংবাদিকদের লিখিত প্রতিবাদ পত্র তুলে দেওয়া হয়। পাশাপাশি জেলাশাসকের মাধ্যমেই রাজ্যপাল ও মুখ্যমন্ত্রীকেও স্মারকলিপি দেওয়া হয়। জেলাশাসক গোটা ঘটনাটিকে অনভিপ্রেত বলে জানিয়েছেন।
অন্য দিকে এ দিন সভাধিপতির এই মন্তব্যের প্রতিবাদে সোশ্যাল মিডিয়াতেও প্রতিবাদ হয়েছে। মঙ্গলবার জেলা তথ্য ও সংস্কৃতি দফতর আয়োজিত গ্রামীণ সাংবাদিকতা বিষয়ক কর্মশালায় সৃষ্টিধরবাবু সাংবাদিকদের পেশা সম্পর্কে কুকথা বলে বিতর্কে জড়ান। জেলা তৃণমূলের সভাপতি তথা রাজ্যের পশ্চিমাঞ্চল উন্নয়ন মন্ত্রী শান্তিরাম মাহাতো এ দিন বলেন, ‘‘সংবাদমাধ্যম গণতন্ত্রের একটি স্তম্ভ। সকলেরই উচিত সংবাদমাধ্যমকে মযার্দা দেওয়া।’’ জেলা কংগ্রেস সভাপতি নেপাল মাহাতোও বলেন, ‘‘আমি সভাধিপতির এই মন্তব্যের নিন্দা করছি। ঘটনাটি বিধানসভায় তুলব।’’