কচুজোড়ে প্রকৃতির পাশে পড়ুয়ারা

প্রকৃতিতে বাঁচার অধিকার কেবল মানুষের একার নয়। পশু, পাখি, কীটপতঙ্গ, গাছপালা— সকলেরই। কিন্তু সভ্য মানুষ প্রতিনিয়ত ধ্বংস করে চলেছে প্রকৃতিকে। তা নিয়ে সচেতন করতে ‘প্রকৃতি পূজা’ শীর্ষনামে রবিবার বিকালে একটি ভিন্নস্বাদের অনুষ্ঠানের আয়োজন করল স্থানীয় ‘বক্রেশ্বর প্রকৃতি জাগরণ ট্রাস্ট’।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৩ অক্টোবর ২০১৬ ০১:০৬
Share:

সবুজ বাঁচাও অভিযানে সামিল খুদেরা। ছবি: দয়াল সেনগুপ্ত

প্রকৃতিতে বাঁচার অধিকার কেবল মানুষের একার নয়। পশু, পাখি, কীটপতঙ্গ, গাছপালা— সকলেরই। কিন্তু সভ্য মানুষ প্রতিনিয়ত ধ্বংস করে চলেছে প্রকৃতিকে। তা নিয়ে সচেতন করতে ‘প্রকৃতি পূজা’ শীর্ষনামে রবিবার বিকালে একটি ভিন্নস্বাদের অনুষ্ঠানের আয়োজন করল স্থানীয় ‘বক্রেশ্বর প্রকৃতি জাগরণ ট্রাস্ট’।

Advertisement

সিউড়ি ১ ব্লকের ভূরকুনা কচুজোড়ে আয়োজিত ওই অনুষ্ঠানে চলল প্রকৃতি পাঠ। সভ্য মানুষের প্রতি আবেদন রেখে পাখি-পশুর মুখোশে সেজে এসে একটি মিছিলে যোগ দেয় খুদেরা। আদিবাসী নৃত্যের প্রতিযোগিতা, নাটক, প্রকৃতি বিষয়ক আলোচনা-সহ ছিল নানা সাংস্কৃতিক অনুষ্ঠানও। গত চার বছর ধরে তাঁরা এই অনুষ্ঠান করে আসছেন বলে জানিয়েছেন ট্রাস্টের সম্পাদক মনোজ বিশ্বাস। মনোজবাবু ছাড়াও গুরুত্বপূর্ণ সদস্য অসীম শীল, বংশীধর দাসরা আর্থিক সহায়তা দিয়ে এমন অনুষ্ঠান করেন। তাঁরা বলছেন, ‘‘আমাদের ক্ষমতা খুব সীমিত। কিন্তু তার মধ্যেই যদি কিছু জনের মধ্যে প্রকৃতির প্রতি মমত্ব, দায়বদ্ধতার একটা বার্তা দেওয়া যায়, সেটাই কি কম পাওনা।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement