রামনবমীর রাজনীতিতে জমজমাট রামপুরহাট

আগামী কাল, রামনবমীর আগের দিন রামপুরহাট ১ ও ২ নম্বর ব্লক, রামপুরহাট শহরে বামফ্রন্টের আঞ্চলিক কমিটি বের করবে সাম্প্রদায়িকতা বিরোধী মিছিল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

রামপুরহাট শেষ আপডেট: ২৪ মার্চ ২০১৮ ০১:৪৮
Share:

আহ্বান: দুবরাজপুরের আশ্রম মোড়ে রামনবমীর প্রচার-তোরণ। শুক্রবার। নিজস্ব চিত্র

রামনবমীতে রাস্তা দখলের ‘লড়াই’ ঘিরে রাজনৈতিক পারদ চড়ছে রামপুরহাটে।

Advertisement

স্থানীয় তৃণমূল নেতাদের বক্তব্য, শহরে ‘রাম’ এ বার তাঁদেরই কব্জায়। বিজেপি বলছে— ‘তৃণমূলের রামনবমী নকল, আসলটা তাঁদেরই।’’ বামফ্রন্টে স্লোগান, ‘ধর্ম যার যার, দেশ সবার।’

তোরণ-ফ্লেকসে ঘিরেছে শহরের রাজপথ। তৃণমূলের বীরভূম জেলা রামনবমী উদযাপন কমিটির লাগানো তোরণে রামের ছবির পাশে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাতে লেখা রয়েছে রামনবমীতে রামপুরহাট হাইস্কুল, রামপুরহাট পুরসভার মাঠের শোভাযাত্রায় সামিল হওয়ার আহ্বান।

Advertisement

পিছিয়ে নেই বিজেপি, আরএসএস, বিশ্ব হিন্দু পরিষদ, বজরং দলও। শ্রী রামনবমী উৎসব সমিতির উদ্যোগে রামপুরহাট শহরের দেওয়ালে দেওয়ালে লেখা হয়েছে ‘জয় শ্রী রাম’ স্লোগান। সঙ্গে রামনবমীতে সকাল ৮টায় শোভাযাত্রায় যোগ দেওয়ার আহ্বানও। মোটরসাইকেল, অটোরিকশা, ট্রেকার, ট্রাক্টর, সাইকেলে দেখা মিলছে রামনবমীর গেরুয়া পতাকার। তা রয়েছে অনেক বাড়ির দেওয়াল, রাস্তার বিদ্যুৎস্তম্ভেও।

আগামী কাল, রামনবমীর আগের দিন রামপুরহাট ১ ও ২ নম্বর ব্লক, রামপুরহাট শহরে বামফ্রন্টের আঞ্চলিক কমিটি বের করবে সাম্প্রদায়িকতা বিরোধী মিছিল। রামপুরহাট পুরসভার মাঠে সকাল ১০টা থেকে শুরু হবে সেই শোভাযাত্রা। নেতৃত্ব দেওয়ার কথা বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুর। বামফ্রন্টের পক্ষ থেকে ইতিমধ্যেই মিছিলের জন্য প্রশাসনিক অনুমোদন নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সিপিএম জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য সঞ্জীব বর্মন। রামপুরহাট পুরসভার মাঠ থেকে শুরু হয়ে ব্যাঙ্ক রোড, মহাজনপট্টি, ভাঁড়শালাপাড়া মোড়, গ্যাসগলি দিয়ে মিছিল পৌঁছবে পাঁচমাথায়। সেখানে বক্তব্য রাখবেন বামফ্রন্ট নেতারা। বামফ্রন্ট নেতৃত্বের বক্তব্য, মিছিলে সামিল হবে প্রায় ৫ হাজার মানুষ। সঞ্জীববাবুর কথায়, ‘‘রামনবমী ঘিরে বিজেপি, আরএসএস, বজরং দলের সঙ্গে পাল্লা দিয়ে রাজ্যের শাসকদল সরকারি পৃষ্ঠপোষকতায় ধর্মীয় মিছিলের আয়োজন করেছে। সাম্প্রদায়িকতার এই প্রতিযোগিতার প্রতিবাদ করতেই মিছিল করবে বামফ্রন্ট।’’

এ বছর রামনবমী ভাল ভাবে পালন করার সিদ্ধান্ত নিয়েছেন তৃণমূল নেতৃত্ব। জেলায় রামনবমী উৎসব উদযাপন কমিটি গঠন করা হয়েছে। রামপুরহাটে রামনবমী উপলক্ষে ১০ হাজার লাড্ডু বিতরণ করা হবে। পুরপ্রধান অশ্বিনী তিওয়ারি জানিয়েছেন, তার সঙ্গে থাকবে খিচুড়ি, তরকারিও। বিজেপির নালিশ, রামনবমী সফল করতে লক্ষ লক্ষ টাকার খরচ করছে তৃণমূল।

এখনও পর্যন্ত অনুমতি না মিললেও রামনবমীর মিছিলে গত বছরের থেকে বেশি ভিড় হবে বলে দাবি করেছে বিজেপি, আরএসএস, বিশ্ব হিন্দু পরিষদ, বজরং দল।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন